Advertisement
Advertisement

Breaking News

শাহরুখের পর এবার অমিতাভ, অভিষেক, অজয়কে নোটিস পাঠাল ইডি

বিপাকে বলিপাড়ার তারকারা।

ED serves notice to Shah Rukh Khan, Amitabh Bachchan, Ajay Devgan, Aishwarya Rai
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2017 2:51 pm
  • Updated:July 22, 2017 2:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখের পর এবার ইডির কোপে অজয় দেবগণ, বিগ বি-সহ গোটা বচ্চন পরিবার। বিদেশে বেআইনি আর্থিক লেনদেন নিয়ে জানতে চেয়ে বলিউডের সুপারস্টারদের কাছে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগে একাধিকবার কিং খানকে ইডি নোটিস দিলেও এবারের নোটিসের ভাষা যথেষ্ট কড়া বলে গোপন সূত্রে জানা গিয়েছে। ফেমা (ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট) কেলেঙ্কারিতে শাহরুখ ছাড়া অমিতাভ, জয়া, অভিষেক, ঐশ্বর্য ও অজয়ের নাম জড়িয়েছে।

[হাত ফসকে স্মার্টফোন জলে পড়ে গিয়েছে! কী করবেন সেক্ষেত্রে?]

গত মাসেই বচ্চন পরিবারের চার তারকার নামে ইডির নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। বচ্চন পরিবারের চার তারকার বিরুদ্ধেই বিদেশি মুদ্রা বিনিময় আইনে কারচুপির অভিযোগ রয়েছে। এই সংক্রান্ত প্রাথমিক তথ্য ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের কাছে। বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য মুম্বইয়ের অন্যতম বনেদি পরিবারের প্রত্যেক সদস্যকে ডেকে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লিবারেলাইজড রেমিট্যান্স স্কিমে (এলআরএস) কারচুপির অভিযোগ উঠেছে। একই অভিযোগ রয়েছে অজয় দেবগণের বিরুদ্ধেও। তিনিও বিদেশে বেশ কিছু সম্পত্তি কিনেছেন এবং একাধিকবার বিদেশ সফর করে ছাড়ের টাকা কারচুপি করেছেন বলে অভিযোগ।

Advertisement

[আলোচনায় রণবীরের নয়া নারীসঙ্গ, ভাইরাল ভিডিও]

ইংল্যান্ড ও দুবাইয়ে বছরে প্রচুর সম্পত্তি কিনলে ভারতীয়দের ১ কোটি ৬১ লক্ষ ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে নিয়ম রয়েছে সেই ধারায় কারচুপির অভিযোগ উঠেছে বচ্চন পরিবারের বিরুদ্ধে। এক্ষেত্রে বিদেশ সফরের খরচে আর্থিক ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। সেই নিয়মকেই ঢাল করে ২০০৪ সাল থেকে বচ্চন পরিবারের সদস্যরা একাধিক বাণিজ্যিক সফরে বিদেশ গিয়েছেন এবং আর্থিক কারচুপি করেছেন বলে অভিযোগ। প্রতি ক্ষেত্রে ব্যাঙ্কের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে। এবার সেই তথ্যই খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। বলিউডের তারকাদের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হবে সংশ্লিষ্ট ব্যাঙ্ককর্মী ও তাঁদের আইনজীবীদেরও।

Advertisement

[সাহসী এই ফটোশুটে বলিপাড়াকে চমকে দিলেন দীপিকা]

আর্থিক লেনদেনে এই কারচুপি প্রসঙ্গে শাহরুখ, অজয়, অভিষেকের কাছে জানতে চাওয়ার জন্য সাংবাদিকরা এসএমএস বা ফোন করলে কোনও জবাব দেননি তাঁরা। সর্বদা উৎসবমুখর ‘মান্নত’ ও ‘জলসা’ গত ক’দিন ধরেই কেমন যেন শান্ত হয়ে রয়েছে বলে দাবি শাহরুখ, অমিতাভ ভক্তদের।এদিকে এই নোটিস আসার সময় মুম্বইয়ে ছিলেন না ঐশ্বর্য রাই বচ্চন। শুক্রবারই মেয়ে আরাধ্যাকে নিয়ে মুম্বইয়ে নামেন বলে খবর। সাংবাদিক-পাপারাৎজিদের এড়িয়ে দ্রুত তাঁরা গাড়িতে উঠে পড়েন। এখন দেখার প্রথমে শাহরুখ, পড়ে বচ্চন পরিবারের সদস্যদের পাঠানো ইডি-র নোটিস তাঁদের বিপাকে ফেলে কিনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ