Advertisement
Advertisement

ফের অনলাইনে ফাঁস রাধিকার নগ্ন ছবি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগ্নতা নিয়ে বিতর্ক যেন আর পিছু ছাড়ছে না অভিনেত্রী রাধিকা আপ্তের৷ এমনিতে তিনি সাহসী৷ ছবির প্রয়োজনে ঘনিষ্ট কোনও দৃশ্যে অভিনয় করা নিয়ে তাঁর কোন ছুৎমার্গ নেই৷ তবে বারবার অনলাইনে ছবি ফাঁস হয়ে যাওয়া ও তা নিয়ে অনর্থক সমালোচনার শিকার হন অভিনেত্রী৷ এবারও তার ব্যতিক্রম নেই৷আরও পড়ুন:প্যারিস ফ্যাশন উইকে এবার আলিয়া ম্যাজিক! পারবেন ঐশ্বর্যকে […]

 Embarrasing Radhika Apte, her nude scene from Parched is going viral again
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 14, 2016 4:42 pm
  • Updated:August 14, 2016 4:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগ্নতা নিয়ে বিতর্ক যেন আর পিছু ছাড়ছে না অভিনেত্রী রাধিকা আপ্তের৷ এমনিতে তিনি সাহসী৷ ছবির প্রয়োজনে ঘনিষ্ট কোনও দৃশ্যে অভিনয় করা নিয়ে তাঁর কোন ছুৎমার্গ নেই৷ তবে বারবার অনলাইনে ছবি ফাঁস হয়ে যাওয়া ও তা নিয়ে অনর্থক সমালোচনার শিকার হন অভিনেত্রী৷ এবারও তার ব্যতিক্রম নেই৷

সম্প্রতি তাঁর যে নগ্ন ভিডিও নিয়ে নেটদুনিয়ায় শোরগোল তা আসলে ‘পার্চড’ ছবির একটি দৃশ্য৷ এর আগেও এ নিয়ে জলঘোলা হয়েছিল৷ নগ্ন ভিডিও ও ছবি হিসেবে ছড়িয়ে পড়েছিল এ ছবির কয়েকটি দৃশ্য৷ তখন সে নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে, অবশ্য পাল্টা জবাব দিয়েছিলেন তাঁর বলিপাড়ার সতীর্থরাই৷

Advertisement

পার্চড অর্থাৎ আগুনের আঁচে শুকিয়ে যাওয়া৷ গল্পের কাহিনীও চার মহিলার ঝলসে যাওয়া জীবনের বাসনার কথা তুলে ধরে৷ ব্যক্তিগত জীবনে তাঁদের নিজস্ব অসুবিধা, পুরুষদের অবহেলা অত্যাচার মাথায় নিয়েই কাটাতে হয়৷ কিন্তু অনেক সুপ্ত বাসনা, ইচ্ছে তো অবদমিত হয়ে আছে তাঁদের মনেও৷ চার রমণী তাঁদের সেই ইচ্ছের কথা, স্বপ্নের পুরুষের কথা, যৌনতার কথা আলোচনা করে সিনেমা জুড়ে৷ এই নিয়েই গল্প৷ সেই প্রেক্ষিতেই এসেছে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যও৷ কিন্তু সঠিক প্রেক্ষাপট ছাড়া তা স্রেফ নগ্ন দৃশ্য মাত্র হয়ে ওঠে৷ ভাইরাল ভিডিওর ক্ষেত্রে সেটাই হয়েছে৷ Bollywoodlife.com-এর খবর অনুযায়ী, আগের দৃশ্যের পর এবার একটি নতুন ভিডিও ছড়িয়ে পড়েছে হোয়্যাটসঅ্যাপ জুড়ে৷

Advertisement

সম্প্রতি মোলবোর্নে অনুষ্ঠিত এক চলচ্চিত্র উৎসবে দেখানো হলে দারুণ প্রশংসা পায় ছবিটি৷ পরিচালক লীনা যাদব পান সেরা পরিচালকের খেতাব, ভারতীয় ছবির মধ্যে সেরা ছবি হিসেবে বিবেচিত হয় এটিই৷ ঠিক এই সময়েই অনলাইনে ফাঁস হয়ে যায় একটি দৃশ্য৷ রাধিকা অভিনীত ঘনিষ্ঠ দৃশ্যটি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে ছড়িয়ে পড়ে৷ সঠিক প্রেক্ষিত না থাকায় একটি নগ্ন দৃশ্য হিসেবেই তা দেখছেন অনেকে৷ যে দর্শকের কথা মাথায় রেখে ছবি বানানো, তাঁদের কাছে না পৌঁছনোর ফলে রাধিকা সম্পর্কে ভুল বার্তাও পৌঁছচ্ছে৷ আর তাতেই বেধেছে গণ্ডগোল৷ নেটদুনিয়ায় এর আগেও রাধিকার স্নানদৃশ্য হিসেবে অন্য একজনের ছবি ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছিল৷ এবার রাধিকারই ছবি ছড়াল, কিন্তু সিনেমার প্রয়োজনে তৈরি দৃশ্য নগ্ন ভিডিও হিসেবে ছড়ানোয় বিড়ম্বনার শিকার হলেন অভিনেত্রী৷

radhika-apte-teaser-1

তবে ঠিক যে সময় ছবি বিদেশে পুরস্কার পেল, তখনই আবার একই রকম ভাবে নগ্ন দৃশ্য ছড়িয়ে পড়ায় নানা জল্পনা বিভিন্ন মহলে৷ তবে কি ছবির প্রমোশনের জন্যই ব্যবহার করা হচ্ছে অভিনেত্রীর নগ্ন দৃশ্য? সিনেমামহলের অন্দরে এখন ঘুরছে এ প্রশ্নই৷

1280x720-3WX (1)

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ