সুযোগ বন্দ্যোপাধ্যায়: সম্প্রতি কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের মঞ্চে অভিনীত হল ‘সন্দর্ভ’ প্রযোজিত হল ‘তিন তস্কর’ নাটকটি৷ বাদল সরকার রচিত মূল নাটক ‘রাম শ্যাম যদু’ অবলম্বনে তৈরি হয়েছে ‘তিন তস্কর’এর চিত্রনাট্য৷ নির্দেশনা দিয়েছে সৌম্য মজুমদার৷ বাদল সরকারের নাটকটির কাহিনী খুব সাধারণ, নির্মেদ এবং জটিলতা বর্জিত৷ আর সেটাই নাটকটির অন্যতম বৈশিষ্ট্য৷ সাধারণ ঘটনার মধ্যে দিয়েই দর্শকরা নাটকটি দেখতে দেখতে চরিত্রের মধ্যে ভিন্নতর এক সত্ত্বার সন্ধান পান৷
অবস্থার পরিপ্রেক্ষিতে, জীবনের বিভিন্ন পরিস্থিতিতে মানুষ সিদ্ধান্ত নেওয়ার সময় কখনও নিজের ভিতরে এক ভিন্ন সত্ত্বার সন্ধান পায়, যা আপাতদৃষ্টিতে মনে হবে অসম্ভব৷ তিনজন চোর আসে এক রাত্রে নাটকের অন্যতম চরিত্র ভবানীবাবুর বাড়িতে৷ উদ্দেশ্য একটাই, তাঁকে সর্বস্বান্ত করা৷ কিন্তু এই উদ্দেশ্য সাধনের বদলে কখন যেন তিনজন চোর তাঁর পরিবারেরই সদস্য হয়ে যায়৷ ভবানীবাবুর বিপদেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে থাকে পরিবারটিকে বাঁচানোর তাগিদে৷
নাটকের সহযোগী পরিচালক অভিনেতা কমল চট্টোপাধ্যায়৷ রামের ভূমিকায় শ্রী কমল চট্টোপাধ্যায়, শ্যামের ভূমিকায় সুকেশ মৈত্র এবং যদুর ভূমিকায় কিংশুক চক্রবর্তীর অভিনয় সাবলীল এবং স্বাভাবিক৷ কমল চট্টোপাধ্যায়ের অভিনয়ের একটা নিজস্ব ঘরানা আছে৷ যেমন ছোট ছোট সংলাপ, ঘটনার মাঝখানে মজা তৈরি করা – স্বতস্ফূর্ত কথায় এবং দেহভঙ্গিমায়৷ এসবের সঙ্গে দর্শকরা পরিচিত হলেও, নাটকটি উপভোগ্য হয়ে ওঠে৷ অরুর ভূমিকায় উর্ণাবতীকে খুব সম্ভাবনাময় মনে হল৷ বাকি অভিনেতা, অভিনেত্রীরাও দক্ষতায় পরিচয় দিয়েছেন৷
নাটকের একদম শুরুতে ঘোষণা হয়, তিন চোর এতে অভিনয় করছে এবং শিল্পের স্বার্থে নাটকটি শেষ হওয়া পর্যন্ত পুলিশকে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত রাখার ঘোষণা করা হয়৷ নাটকের ঘটনা এবং বিষয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে তার শরিক করে তোলার যে ঘরানা, তা বের্টল্ট ব্রেশটের সৃষ্টি করা আঙ্গিক থেকে থিয়েটার পেয়েছে উত্তরাধিকার হিসেবে, তা বারবার ব্যবহার হলেও অমলিন বলে মনে হয়৷ নাটকটির মঞ্চসজ্জা, আবহ এবং আলো মানানসই৷ দু,একটি দৃশ্যের চিত্রনাট্য আরও একটু নির্মেদ হলে আরও ভাল হত৷ নাটকটির প্রধান উপদেষ্টা ব্রাত্য বসু৷ সবমিলিয়ে প্রযোজনাটি বেশ উপভোগ্য৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.