BREAKING NEWS

১০ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

প্রথম ছবিতেই নজর কাড়লেন মিঠুনপুত্র নামাসি, কেমন হল ‘ব্যাড বয়’?

Published by: Akash Misra |    Posted: April 29, 2023 5:26 pm|    Updated: April 29, 2023 6:03 pm

Bad Boy movie Review: Namashi Chakraborty Shines In a Weakly Written Love Story | Sangbad Pratidin

আকাশ মিশ্র: প্রথম দেখাতেই প্রেম। তারপর মেয়েকে রাজি করানোর জন্য পিছনে পিছনে দৌঁড়। অবশেষে মেয়ে হল রাজি। শুরু হল প্রেম। কিন্তু মেয়েটির পরিবার তো কিছুতেই মানবে না এই প্রেম। কারণ, ছেলের বায়োডাটা কুকর্মে ভরপুর। ব্যস, মেয়ের বাবাকে রাজি করাতে গিয়েই কালঘাম। অবশেষে মধুরেণ সমাপয়েৎ। হ্যাঁ, রাজকুমার সন্তোষীর ‘ব্যাড বয়’ ছবিটি একেবারেই বলিউডের ছকে বাঁধা ছবি। এই ছবিতে নতুনত্ব বলতে শুধুই নতুন হিরো নামাসি চক্রবর্তী এবং নায়িকা আমিন কুরেসি। তবে হ্যাঁ, এই ছবির কমেডি কিন্তু বেশ এনজয় করার মতো।

Bad boy

[আরও পড়ুন: কলকাতার ভ্যাম্পায়ারের সঙ্গে ডাক্তারের প্রেম, রোমাঞ্চে ভরা ‘টুথপরি’ সিরিজ মন কাড়বেই]

মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নামাসি বেশ প্রতিভাবান। পর্দায় তাঁকে দেখতে ভাল লাগে। অনেক দৃশ্যে মিঠুন ডিস্কো ডান্সার ছবির লুককে মনে করিয়ে দেন নামাশি। এই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায় বেশ ভাল। গোটা ছবির কমেডির দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন শাশ্বত। নায়িকা আমিনের তেমন কিছু করার ছিল না। অভিনেত্রী হিসেবে বলিউডের মাঠে টিকতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে তাঁকে। সব মিলিয়ে ‘ব্যাড বয়’ (Bad Boy) ছবিটি একবার দেখা যেতেই পারে। খুব একটা মন্দ লাগবে না।

[আরও পড়ুন: রহস্য সমাধানে ফের বাজিমাত একেনবাবুর, ‘রুদ্ধশ্বাস রাজস্থান’ ছবিতে মন কাড়লেন অনির্বাণ, পড়ুন রিভিউ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে