Advertisement
Advertisement

Breaking News

নারীর অতৃপ্তি চিনিয়ে দেবে সাহসী ‘পার্চড’

তাঁদের জীবনের এই অবদমিত কামনা নিয়েই এগোয় গল্প৷

Finally first official trailer of 'Parched' hits the internet.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 12, 2016 8:56 pm
  • Updated:September 12, 2016 8:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পার্চড’ ছবিটি নিয়ে বিতর্ক বহুদিন ধরেই৷ লিনা যাদবের এ ছবিতে রাধিকা আপ্তে অভিনীত কিছু নগ্ন দৃশ্য ছবি মুক্তির আগেই ফাঁস হয়ে যায়৷ ফলে শোরগোল পড়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷  সম্প্রতি আবার এ ছবির দৃশ্যই পর্ন সিডি হিসেবে বাজারে দেদার বিকোতে শুরু করে৷ সব মিলিয়ে মুক্তি পাওয়ার আগেই বেশ চর্চিত এ ছবি৷ সম্প্রতি মুক্তি পেল ছবির প্রথম ট্রেলার৷

অজয় দেবগন প্রযোজিত এ ছবিতে উঠে এসেছে রাজস্থানের প্রত্যন্ত গ্রামের চারটি মেয়ের কাহিনি৷  ‘পার্চড’ নামকরণের গভীরে যে তৃষ্ণার কথা বলা হয়েছে এই ছবিতে মূলত সেই তৃষ্ণা বা অতৃপ্তি ওই চারটি মেয়ের কামনা কেন্দ্রিক৷ সামাজিক চাপে ঝলসে যাওয়া জীবনের ভিতর একইসঙ্গে যে গভীর অতৃপ্তি ও তৃষ্ণার সহাবস্থান, এ ছবির উপজীব্য তাই-ই৷

Advertisement

কাহিনি যেভাবে এগিয়েছে তাতে বোঝা যাচ্ছে এই মেয়েদের জীবনযাপনের গল্পেই পরিচালক তার বার্তা দিয়েছেন৷ জীবনের কামনা-বাসনা নিয়ে চার কন্যার সমাজে বেঁচে থাকার লড়াইকেই মূল উপাদান করে তৈরি হয়েছে ‘পার্চড’৷ এই চারটি মেয়ের কেউ স্বেচ্ছায় বেছে নিয়েছে দেহ ব্যবসা, আবার কেউ স্বামী পরিত্যক্তা নারী৷ কেউ ৩২ বছর বয়সী বিধবা, ১৭ বছরের ছেলের প্রেমে পড়েছে, আবার কেউ শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার৷ তাঁদের জীবনের এই অবদমিত কামনা নিয়েই এগোয় গল্প৷ ছবিটির ট্রেলারেই দেখা গেল তাঁরা অকপটেই তাঁদের সম্ভোগের ইচ্ছের কথা প্রকাশ করে৷ ফলে গোটা সিনেমায় যে বেশ কিছু সাহসী দৃশ্য আছে তা বোঝাই যাচ্ছে৷

Advertisement

এই ছবির আরেকটি মুখ্য আকর্ষণ টলিপাড়ার ঘরের ছেলে ঋদ্ধি সেন৷ ইতিমধ্যেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন ঋদ্ধি৷ ১৭ বছরের একটি ছেলে বিয়ে করছে ৩২ বছরের একজন বিধবা মহিলাকে, এই ধরনের জটিল মনস্তাত্ত্বিক দিক তুলে ধরতে চলেছেন ঋদ্ধি| সুতরাং এই সিনেমাটিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকাতেই দেখা যাবে কৌশিকপুত্রকে৷

এছাড়াও ট্রেলারে আবহ সঙ্গীত হিসাবে ব্যবহার করা হয়েছে রাজস্থানের লোকগীতি৷ গ্রামের খাঁটি নির্যাস যেন ছড়িয়ে রয়েছে পুরো সিনেমা জুড়ে৷ তাই নির্দিষ্ট দর্শকদের জন্য তৈরি হলেও কাহিনির চলন সব  দর্শকদের মন জয় করতেই পারে৷

ইতিমধ্যেই বিদেশে বেশ প্রশংসিত ও পুরস্কৃত এই ছবি৷ সমালোচনার ঝড় সামলে বক্সঅফিসে এই অন্য ধাঁচের ছবি সাড়া জাগাতে পারে কি না, এখন তারই অপেক্ষা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ