Advertisement
Advertisement

ফেসবুকে সত্যজিৎ রায় এবং ফেলুদা সম্পর্কে অশালীন মন্তব্য কিউয়ের

বাঙালির ভাবাবেগে আঘাত করে বিতর্কে পরিচালক৷

‘Gandu’ director makes derogatory remarks against Satyajit Ray
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 6, 2017 2:35 pm
  • Updated:January 6, 2017 2:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ধারার ছবি তৈরি করেন পরিচালক কিউ৷ অন্য ভাবনাচিন্তা, প্রেক্ষাপটের ভিত্তিতে ইতিমধ্যেই টলিউডে তাঁর পরিচয় তৈরি করে দিয়েছে৷ তাঁর পরিচালিত ‘গান্ডু’, ‘লুডো’, ‘তাসের দেশ’ নিয়ে প্রচুর কথা হয় চারদিকে৷ কিন্তু খুব আশ্চর্যভাবে নিজের ছবি তথা শিল্প নৈপুণ্যের জন্য তিনি এখনও অস্কার পাননি৷ তাঁর অদ্ভুত সব সৃষ্টির জন্য নিদেনপক্ষে জাতীয় পুরস্কারও পাননি তিনি৷ অথচ তিনিই কিনা সত্যজিৎ রায় সম্পর্কে কুৎসিত মন্তব্য করলেন৷ কিংবদন্তি শিল্পীর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি ‘ফেলুদা’-কেও কটূক্তি করতে ছাড়লেন না তিনি৷ সাম্প্রতিক সময়ে সন্দীপ রায়ের পরিচালিত ‘ডবল ফেলুদা’ ছবিটির নিন্দা করতে গিয়ে তথাকথিত শালীনতার সীমা ছাড়িয়ে গেলেন পরিচালক কৌশিক মুখোপাধ্যায় ওরফে কিউ৷

বুধবার একটি ফেসবুক পোস্টে ‘ডবল ফেলুদা’ ছবির নিন্দা করতে গিয়ে সত্যজিৎ রায়, ফেলুদা এবং সন্দীপ রায়ের উদ্দেশ্যে কুৎসিত মন্তব্য করেন তিনি৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁদের জন্য ‘F’ শব্দের গালাগালি লেখেন৷ ছবি পরিচালনার নিন্দা এবং মধ্যমেধা নিয়ে আলোচনা করতে গিয়ে কিউ এই মন্তব্য করেন৷

Advertisement

Advertisement

বাঙালির সিনেমা সংক্রান্ত ভাবনাচিন্তা, কিশোর কাল অতিক্রম করে যৌবনে পৌঁছনোর যাত্রায় সত্যজিৎ রায় বা ‘ফেলুদা’র অবদান সম্পর্কে নতুন করে কিছু বলার নেই৷ বাঙালির মনে ফেলু মিত্তির এবং সত্যজিৎ রায়ের প্রতি যে শ্রদ্ধা রয়েছে তাতেই মূলত আঘাত করে বসলেন পরিচালক৷ খুব স্বাভাবিকভাবেই কিউয়ের এই বক্তব্যকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে৷ টলিউড শিল্পীমহলও মানিক বাবুর বিরুদ্ধে এমন কুরুচিকর মন্তব্য নিয়ে মুখ খুলেছে৷ অভিনেতা সাহেব ভট্টাচার্য্য ঘটনাটির নিন্দা করে ফেসবুকে সরব হয়েছেন৷ কিউয়ের বক্তব্য রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সত্যজিৎ এবং তাঁর সৃষ্টিকে গালি দিয়ে কিউ যে আসলে প্রতিটা বাঙালির কৈশোরের ভাবাবেগে প্রবল আঘাত করলেন তা হয়তো তাঁর মতো ‘উদারমনস্ক’ পরিচালকের পক্ষে বোঝা সম্ভব নয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ