সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোগোল মানেই অ্যাডভেঞ্চার। গোগোল মানেই জমজমাট রহস্য আর তা থেকে পর্দা উন্মোচন। এমনিতেই গোয়েন্দা গল্প মানে বাঙালির বৈঠকখানায় তার অবারিত দ্বার। ফেলুদা, ব্যোমকেশ তো আছেই, সেই সঙ্গে বইয়ের ব়্যাকে আজকাল প্রায়ই টুকি দেয় কাকাবাবু, অর্জুন। গোগোল অবশ্য যুবক মনে তেমন প্রভাব ফেলে না। কিন্তু কিশোর মনে গোগোল হিরো। সেকথা মাথায় রেখেই এগিয়েছে ‘আড্ডাটাইমস’।
ফেলুদার পর আড্ডাটাইমস তাই গোগোলকেই পরবর্তী গোয়েন্দা চরিত্র হিসেবে বেছেছে। গোগোল অবশ্য পর্দায় অপরিচিত নয়। বোকাবাক্সে না হলেও থিয়েটারে ইতিমধ্যেই তার দর্শন মিলেছে। গোগোলকে নিয়ে ইতিমধ্যেই হয়ে গিয়েছে একটি ছবি। নাম ‘গোগলের কীর্তি’। সেই ছবির পরিচালক পম্পি ঘোষ মুখোপাধ্যায়ই রয়েছেন এ সিরিজের পরিচালনার দায়িত্বে।
[ চিকিৎসা ব্যবস্থার বাস্তব চালচিত্র পর্দায় ফুটিয়ে তুলবে ‘কিন্তু গল্প নয়’ ]
সমরেশ বসুর গোগোল সিরিজের অন্যতম জনপ্রিয় গল্প শিমুল গড়ের খুনে ভূত অবলম্বনে তৈরি হতে চলেছে ওয়েব সিরিজটি। যেটুকু শোনা গিয়েছে, ফেলুদা সিরিজ যেভাবে একটার পর একটা গল্প নিয়ে তৈরি হচ্ছিল, গোগোল সিরিজও সেভাবেই তৈরি হবে। প্রথম গল্প শিমুল গড়ের খুনে ভূত। শুটিংয়ের জন্য অবশ্য কলকাতাকেই বেছে নিয়েছেন পরিচালক। কলকাতার বিভিন্ন জায়গায় হয়েছে শুটিং। এখানে অভিনয় করেছেন ঈশান বর্মণ, তোশানা মুখোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, ভাস্বর চট্টোরাধ্যায়, কন্যাকুমারী, দেবপর্ণা চক্রবর্তী-সহ অনেকে।
[ ২০ বছরের দাম্পত্যে ইতি, বিয়ে ভাঙল অর্জুন রামপালের ]
সিরিজে গোগোল অনেক স্মার্ট, অনেক বেশি আধুনিক। তার বন্ধুরাও কিছু কম যায় না। টিজারেই তার আঁচ মিলেছে। ট্রেলারে নজর কেড়েছেন গৌরবও। গোগোল এখানে অনের টেক স্যাভি। সময়ের সঙ্গে তাল মিলিয়েই গোগোলকে এঁকেছেন পরিচালক।
এই ওয়েব সিরিজটি সহ পরিচালনা করেছেন বাংলাদেশের হীরক মুশফিক। সিনেমাটোগ্রাফি করছেন আশিস হালদার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.