Advertisement
Advertisement

Breaking News

ট্রেলারেই চমকে দিলেন ‘হাসিনা’ শ্রদ্ধা

দেখুন ট্রেলার।

'Haseena Parkar' official trailer released
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 18, 2017 12:47 pm
  • Updated:July 18, 2017 12:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়পর্দায় প্রায়শই উঠে আসে আন্ডারওয়ার্ল্ডের গল্প। সুলতান মির্জা, দাউদ ইব্রাহিম থেকে শুরু করে আবদুল লতিফ, ছোটা শাকিল গ্যাংস্টারদের গল্প নিয়ে চিত্রনাট্য লেখা হয়েছে বহুবার। বক্সঅফিসে ভাল ব্যবসাও করেছে সেইসব ছবি। এবার সেই তালিকায় নতুন নাম ‘হাসিনা পার্কার’। দাউদ ইব্রাহিমের বোন হাসিনার জীবন এবার উঠে আসতে চলেছে বড়পর্দায়। যেখানে হাসিনার চরিত্রে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। মঙ্গলবার এই ছবির ট্রেলার লঞ্চ করলেন পরিচালক অপূর্ব লাখিয়া, শ্রদ্ধা কাপুর ও সিদ্ধান্ত কাপুর।

DFAUakgUQAEKPmZ

Advertisement

[মালদ্বীপের সৈকতে কীভাবে জন্মদিন উপভোগ করলেন প্রিয়াঙ্কা চোপড়া?]

Advertisement

DFAUdK7VoAYxNEQ

আপা নামেই মুম্বইয়ের অন্ধকার জগতে পরিচিত হাসিনা। তবে তারথেকেও তাঁর বড় পরিচয়, তিনি ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল দাউদ ইব্রাহিমের দিদি। যাঁর হাত ধরেই মুম্বইয়ের নাগপারা অঞ্চলে চলে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটি। কীভাবে হাসিনা হয়ে উঠলেন অন্ধকার জগতের আপা, সেই নিয়েই চিত্রনাট্য লিখেছেন পরিচালক অপূর্ব লাখিয়া। ট্রেলারেই পাওয়া গেল তার আভাস। ট্রেলারে দেখানো হয়েছে, মুম্বই বিস্ফোরণে যুক্ত দাউদকে ধরতে না পারায় তাঁর দিদি হাসিনাকেই দিনের পর দিন জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ। আর তারই প্রভাব পড়েছে হাসিনার সাজানো সংসারে। সন্ত্রাসকে প্রত্যক্ষ মদত না দিলেও সেই সন্ত্রাসের হাতেই বলি হয় তাঁর স্বামী। আর সেখান থেকেই অন্ধকার জগতে উত্থান হয় হাসিনার।

DFAUb6FUMAAkN6a

[পাওলি এবার ছোটপর্দার ‘মির্চ মালিনী’]

এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন শক্তি কাপুরের ছেলে ও শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুর। এই ছবিতে তাঁকে দেখা গেল দাউদ ইব্রাহিমের চরিত্রে। এখানেও শ্রদ্ধা ও সিদ্ধান্ত ভাই-বোন। তাই অফস্ক্রিন তাঁদের সম্পর্ক যে অনস্ক্রিন ম্যাজিক করবে তা কিছুটা আশা করা যায়। যদিও ট্রেলারে তাঁর উপস্থিতি সামান্য। তবে ট্রেলারে যিনি সবাইকে চমকে দিয়েছেন, তিনি শ্রদ্ধা কাপুর। এযাবৎ তাঁর সমস্ত ছবির থেকে যে এই ছবি কতটা আলাদা হতে চলেছে তা ট্রেলার থেকেই স্পষ্ট। দু’মিনিটের ট্রেলার থেকেই বোঝা যাচ্ছে অভিনয় থেকে লুক চরিত্রকে নিয়ে বেশ ভাল রকমের এক্সপেরিমেন্ট করেছেন শ্রদ্ধা। ১৭ বছরের হাসিনা থেকে ৪০ বছরের হাসিনা, একটি চরিত্রের দীর্ঘ ২৩ বছর আদৌ সফলভাবে পর্দায় তুলে আনতে পারলেন কিনা শ্রদ্ধা, তা বোঝা যাবে ১৮ আগস্ট, ছবি মুক্তির পর। তার আগে রইল ‘হাসিনা পার্কার’-এর ট্রেলার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ