Advertisement
Advertisement

Breaking News

বাস্তব থেকে অনুপ্রাণিত ছবি কাল্পনিক হতে পারে? শহরে এসে প্রশ্ন ইরফানের

দেখুন ভিডিও -

Irrfan Khan Lashesh CBFC during promotion of ‘Hindi Medium’ in Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 11, 2017 11:56 am
  • Updated:May 11, 2017 11:56 am

সুপর্ণা মজুমদার: যা ঘটে তাই রটে৷ আর যা রটে তাই ঠাঁই পায় সিনেমার পর্দায়৷ কখনও বেশি, কখনও কম৷ কিন্তু বাস্তব থেকে অনুপ্রাণিত হয়েই তো রচিত হয় রুপোলি পর্দার চালচিত্র৷ এমনটা অবশ্য পহেলাজ নিহলানির নেতৃত্বাধীন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) মনে করে না৷ তাই ‘হিন্দি মিডিয়ামে’র মতো বাস্তব বিষয় নিয়ে তৈরি ছবিকেও পড়তে হয় সিবিএফসির কোপে৷ হুকুম আসে, ছবি শুরুর আগে পর্দায় লিখে দিতে হবে যে কাহিনিটি কাল্পনিক৷ কিন্তু বাস্তব থেকে অনুপ্রাণিত হয়ে যে ছবি তৈরি হয়েছে তা কেমন করে কাল্পনিক হতে পারে? শহরে অভিজাত হোটেল নোভোটেল-এ হিন্দি মিডিয়ামের প্রচারে এসে এই প্রশ্নই তুললেন নায়ক ইরফান খান৷

Advertisement

কাজই তাঁর পরিচয়৷ বিতর্কের ধার-কাছ দিয়েও যান না ইরফান৷ কিন্তু সিবিএফসির এই অদ্ভূত আবদারে মুখ খুলতে বাধ্য হলেন তিনিও৷ বিষয়টি বিতর্কিত মানলেন অভিনেতা৷

Advertisement

[জাতীয় প্রযুক্তি দিবসে পোখরানে পারমাণবিক পরীক্ষার সাফল্য উদযাপন মোদির]

ইংরাজি ভাষা ও দেশের শিক্ষা ব্যবস্থা, এই দুইয়ের মাঝে ফেঁসে রাজ ও মিতা৷ তাও সন্তানকে উপযুক্ত শিক্ষার পরিবেশ দিতে কী ই না করতে হয় দিল্লির দম্পতিকে৷ বাঙালির কাছে এ কাহিনি এখন চেনা৷ কারণ শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘রামধনু’৷ পরিচালক সাকেত চৌধুরীর সে কথা জানা আছে কি না, এই প্রশ্নের উত্তর জানা নেই৷ তবে সন্তানদের ভাল স্কুলে ভর্তি করা যে কতটা কঠিন কাজ৷ এ কথা হয়তো অনেকেই মানবেন৷ আর এই বাস্তব যখন পর্দায় উঠে আসে, তখন তা কেমন করে কেবলমাত্র কাল্পনিক হয়? পরোক্ষে এই প্রশ্নই যেন অভিনেতা করে গেলেন শহর কলকাতায় এসে৷

Untitled-1

শহর কলকাতা তাঁর কাছে অচেনা নয়৷ কিছুটা চেনেন স্ত্রী সুতপার সৌজন্যে৷ কিছুটা পিকুর শুটিংয়ের সময় থেকে৷ তবে নোভোটেলে একটু অচেনা সাজে দেখা গেল অভিনেতাকে৷ তাঁর এই লুকও অবশ্য বেশ নজর কেড়েছে সকলের৷

20170510_151010

ছবি – শুভেন্দু চৌধুরী ও প্রতিবেদন

[গর্ভনিরোধক যন্ত্র হাতে জন্মাল শিশু!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ