১৫ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

সাড়ে তিন মাসের গর্ভবতী করিনা কাপুর খান!

Published by: Sangbad Pratidin Digital |    Posted: June 1, 2016 3:13 pm|    Updated: June 1, 2016 3:15 pm

Is Kareena Kapoor Khan Pregnant?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার নজর করিনার দিকে!
আসলে, বলিউডের হাওয়ায় এখন কেবল একটাই খবর- মা হওয়ার অথবা মা হতে চলার!
এই যেমন খবর মিলেছে জেনেলিয়া ডিসুজা দেশমুখ জন্ম দিয়েছেন একটি পুত্রসন্তানের। আবার খবর আসছে, বিপাশা বসুও না কি মা হওয়ার পথেই!
তার মধ্যেই এবার হুলুস্থুলু পটৌডি বেগমকে নিয়ে। শোনা যাচ্ছে, তিনি না কি সাড়ে তিন মাসের গর্ভবতী!
তা, করিনার এই গর্ভসংবাদকে সত্যি সাব্যস্ত করার জন্য কী কী খবর মিলছে প্রমাণ হিসেবে?
খবর বলছে, তা সে সত্যি হোক বা গুজব, করিনা-সইফের এবারের ছুটি না কি নিছক মজার জন্যই নয়। করিনা আসলে লন্ডন গিয়েছেন প্রি-প্রেগন্যান্সি বিশ্রাম নেওয়ার জন্য। সেই জন্যই এবারে ছুটি কাটাবার জন্য কোনও নিভৃত স্থান বেছে নেননি জুটি। বেছে নিয়েছেন এমন জায়গাই, যেখানে সুচিকিৎসক পাওয়া যাবে।
তা, খবরটা গুজব হোক বা না হোক- মোটের উপর আনন্দেরই!
তাই নয় কি?

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে