Advertisement
Advertisement

Breaking News

কাহানি ২-এর টিজারে রহস্য বাড়ালেন বিদ্যা

দুর্গা ওরফে বিদ্যা অপরাধী না সত্যিই তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেছে কেউ, তা জানতে অপেক্ষা করতেই হবে ছবির মুক্তির জন্য৷

Kahaani 2 teaser: Vidya Balan is intriguing as a helpless fugitive
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 22, 2016 12:56 pm
  • Updated:October 22, 2016 12:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে কলকাতা-সহ বহু শহরেই একটি পোস্টার আম আদমির নজর কেড়েছে৷ যে পোস্টারে দেখা যাচ্ছে দুর্গা রানি সিংকে৷

বয়স-৩৬

Advertisement

গায়ের রং-ফর্সা

Advertisement

উচ্চতা-৫ ফুট ৪ ইঞ্চি

তাঁর বিরুদ্ধে রয়েছে খুন এবং অপহরণের অভিযোগ৷

কিন্তু কে এই দুর্গা রানি সিং? সুজয় ঘোষের পরিচালিত ‘কাহানি’ ছবিটি দর্শকদের মধ্যে যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছিল, সেই ছবির সিক্যুয়েলের মুখ্যচরিত্র দুর্গা রানি সিং৷ আর তিনিই এখন ‘ওয়ান্টেড’৷ সম্প্রতি একটি ভিডিওতে দুর্গা বলছেন, “তিনি কারও খুন বা অপহরণ করেননি৷ তিনি নির্দোষ৷ তাঁর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে৷” এই কথাই যখন তিনি বলছেন, তখনই আবারও পুলিশের ধাওয়া৷ এরপর? এরপর কী হবে? পুলিশের হাতে ধরা পড়বে অপরাধী? নাকি গল্প বাঁক নেবে অন্য খাতে?

সদ্য মুক্তি পাওয়া ‘কাহানি ২’-এর নতুন টিজার দেখে এই প্রশ্নগুলোই জাগছে দর্শকদের মনে৷ সুজয় ঘোষ পরিচালিত এই ছবি নিয়ে প্রথম থেকেই দর্শকদের উৎসাহ চোখে পড়ার মতো৷ ‘কাহানি’ ছবিটিতে সুজয় এবং বিদ্যার দুর্দান্ত পারফরম্যান্স যে দর্শকদের প্রত্যাশা ছবিটিকে ঘিরে বহুগুণ বাড়িয়ে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না৷

আগামী ২৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে ছবিটির ট্রেলার৷ দুর্গা ওরফে বিদ্যা অপরাধী না সত্যিই তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেছে কেউ, তা জানতে অপেক্ষা করতেই হবে ছবির মুক্তির জন্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ