BREAKING NEWS

২২ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৬ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

গর্ভবতী স্ত্রীর সমালোচনায় মুখর সইফ!

Published by: Sangbad Pratidin Digital |    Posted: September 12, 2016 2:38 pm|    Updated: September 12, 2016 2:38 pm

Kareena Kapoor Shares Saif Ali Khan’s Views On Her Pregnancy

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেক নারীই অভিযোগ করে থাকেন, তাঁরা না কি গর্ভাবস্থায় স্বামীর মনোযোগ পান না! স্বামীরা যত্নআত্তির কসুর করেন না বটে, তবে কেমন একটা ব্যবহারও যেন করে থাকেন!
সেই কথাই এবার উঠে এল করিনা কাপুর খানের জবানবন্দিতে। যে দিন থেকে তিনি স্বীকার করে নিয়েছেন গর্ভাবস্থার খবরটা, সে দিন থেকেই নানা ব্যাপারে তাঁকে নিয়ে কৌতূহলের মেঘ ঘনিয়ে উঠেছে সবার মনে! তারই একটা ছিল, সইফ কী ভাবছেন বা বলছেন বেগমের গর্ভাবস্থা নিয়ে!
বেগম যা বললেন, তাতে নবাবের ব্যাপারে চমকে উঠতে হয়! স্ত্রীকে যত্নের পাশাপাশি রীতিমতো সমালোচনাতেও হালফিলে মুড়ে রেখেছেন সইফ আলি খান। সাফ বলেছেন করিনা, ”দিন-রাত আমায় কেবল একটাই কথা শুনতে হচ্ছে। আমি কেন এত খেয়ে চলেছি! সইফ সব সময়েই আমার খাওয়া নিয়ে সমালোচনা করেই চলেছে!”
বোঝো কাণ্ড! গর্ভাবস্থায় নারীদের ক্ষুধা একটু বেড়ে যায় ঠিকই! তা বলে তার জন্য সমালোচনা? না কি এটা যত্নেরই অন্য ধরন?
আপনার কী মনে হয়?

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে