Advertisement
Advertisement

অক্ষয়ের নতুন ছবির পরিচালকের জিভ চাইলেন ধর্মগুরুরা

গোড়াতেই গেরোতে পড়েছে ছবি৷ ছবির নাম নিয়ে বেজায় ক্ষুব্ধ মথুরার সাধুরা৷

Mathura religious leaders offer Rs 1 Cr for Toilet Ek Prem Katha director’s tongue
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 23, 2016 7:20 pm
  • Updated:November 23, 2016 7:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্ষয় কুমার ও ভূমি পেড়নেকর জুটিতে আসছে ‘টয়লেট-এক প্রেম কথা’৷ কিন্তু গোড়াতেই গেরোতে পড়েছে ছবি৷ ছবির নাম নিয়ে বেজায় ক্ষুব্ধ মথুরার সাধুরা৷ এতটাই ক্ষোভ তাঁদের যে ছবির পরিচালকের জিভ চেয়েছেন তাঁরা৷ তার জন্য পুরস্কারমূল্য ঘোষিত হয়েছে ১ কোটি টাকা৷

কী কারণে এই ক্ষোভ? ছবির প্রেক্ষাপটে উঠে এসেছে নন্দগাঁও ও বর্ষাণা৷ একটি কৃষ্ণের গ্রাম৷ অপরটি রাধার৷ ঐতিহ্য অনুযায়ী এ দুই গ্রামের পুরুষ ও নারীতে বিবাহ হয় না৷ কিন্তু ছবির কাহিনী সেই কিংবদন্তিকে মান্যতা দেয়নি বলে অভিযোগ সাধুদের৷ ছবির নাম কেন টয়লেট, তা নিয়েও আছে বেজায় ক্ষোভ৷ আর এই সব নিয়েই ধুন্ধুমার৷

Advertisement

সাধুদের নেতৃত্বে এ ব্যাপারে বিরাট বৈঠক হয়৷ সেখানেই এই ঘোষণা করা হয়৷ নাম না পাল্টালে বিনিময়ে পরিচালকের জিভ চাওয়ারও হুমকি দেওয়া হয়৷ এমনকী মুসলিম সম্প্রদায়ের মানুষরাও ব্রজের ঐতিহ্য বজায় রাখতে এই বিক্ষোভে সামিল হন৷

Advertisement

ছবির পরিচালক নারায়ণ সিং অবশ্য জানান, ছবিতে কারও ধর্মবোধে আঘাত করা হয়নি৷ ছবি মুক্তি পেলেই পুরো বিষয়টি পরিষ্কার হবে৷ লঠ-মার হোলির মাধ্যমে নারীর ক্ষমতায়নের বিষয়টি তুলে ধরতেই নন্দগাঁও ও বর্ষাণাকে শুটিং স্পট হিসেবে বেছে নেওয়া হয়েছে৷ তবে ধর্মগুরুদের কোপে পড়ে যে গোড়াতেই হোঁচত হল অক্ষয়-ভূমির প্রেমের কাহিনী, তা বলাই বাহুল্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ