Advertisement
Advertisement
Mithun Chakraborty

এবার মেগা সিরিয়ালে দেখা যাবে Mithun Chakraborty- কে! কমিয়ে দিলেন পারিশ্রমিকও

কবে থেকে দেখা যাবে এই ধারাবাহিক?

Mithun Chakraborty takes a pay cut for Tv serial | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 1, 2021 8:19 pm
  • Updated:September 1, 2021 8:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দায় মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) আর্বিভাব নতুন নয়। এর আগে রিয়ালিটি শো’য়ে মহাগুরু হয়ে টিআরপিকে হাতের মুঠোয় তুলে নিয়েছিলেন তিনি। আর এবার সেই মহাগুরুই আসতে চলেছেন ধারাবাহিকে। যার প্রোমো মুক্তি পাওয়ার পর থেকেই হইচই পড়ে গিয়েছে গোটা বিনোদন জগতে। ধারাবাহিকের নাম ‘চিকু কি মম্মি দূর কি’ (Chikoo Ki Mummy Dur Kei)।

সম্প্রতি মুক্তি পেয়েছে এই ধারাবাহিকের একটি প্রোমো। যেখানে মিঠুনকে দেখে ইতিমধ্যেই টেলি দুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। এই ধারাবাহিকে মিঠুন চক্রবর্তী অভিনয় করছেন একেবারেই নিজের চরিত্রে। ধারাবাহিকের গল্প এক নাবালিকা চিকুকে নিয়ে। যে মিঠুন চক্রবর্তীর মতো ডান্সার হতে চায়। কিন্তু এই নাচের প্রতি চিকুর ভালবাসার জন্য তাঁর জীবনে নানা ঝড় ওঠে।

Advertisement

[আরও পড়ুন: ‘নুসরতকে ফলো করছেন নাকি?’, গর্ভনিরোধক ওষুধের প্রচার করে ট্রোলড অভিনেত্রী স্বস্তিকা]

জানা গিয়েছে, এই ধারাবাহিকের জন্য নাকি নিজের পারিশ্রমিক কমিয়েছেন মিঠুন চক্রবর্তী। তবে এখনও পর্যন্ত প্রোমোতেই তাঁকে দেখা গিয়েছে। তবে পুরো ধারাবাহিকে থাকবেন কিনা তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by StarPlus (@starplus)

শোনা গিয়েছে, এই ধারাবাহিকের চিত্রনাট্য পড়ে নাকি আবেগপ্রবণ হয়ে ওঠেন মিঠুন চক্রবর্তী। ধারাবাহিকের গল্পের সঙ্গে নিজের জীবনযুদ্ধের মিল পাওয়াতেই নাকি এই কাজটি করতে রাজি হয়েছেন মিঠুন।

আগামী ৬ সেপ্টেম্বর থেকে স্টার প্লাসে দেখা যাব মিঠুনের হিন্দি ধারাবাহিক ‘চিকু কি মম্মি দূর কি’।

[আরও পড়ুন: ঠান্ডা পানীয়ে মাদক মিশিয়ে পর্ন ভিডিও শুট করা হয়েছে, বিস্ফোরক প্রাক্তন মিস ইন্ডিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement