Advertisement
Advertisement

Breaking News

‘মহেঞ্জো দারো’র চিত্রনাট্য চুরি করেছেন পরিচালক আশুতোষ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই সবে নায়িকা পূজা হেগড়েকে জনসমক্ষে এনে ছবির প্রচার শুরু করেছিলেন৷ এর মধ্যেই নতুন ছবি ‘মহেঞ্জো দারো’র চিত্রনাট্য চুরির অভিযোগ উঠল পরিচালক-প্রযোজক আশুতোষ গোয়াড়িকর৷ অভিযোগকারী জনৈক অক্ষয়াদিত্য লামা৷ Advertisement অক্ষয়াদিত্যের দাবি, ১৯৯৫ সালে তিনি ‘মহেঞ্জো দারো’র চিত্রনাট্য লিখেছিলেন৷ সেই সম্বল নিয়েই ১৯৯৭ সালে মুম্বই এসেছিলেন ফিল্ম-টেলিভিশনের দুনিয়ায় কাজ পাওয়ার আশায়৷ অন্যান্যদের […]

Mohenjo Daro' filmmakers land in a legal soup
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 13, 2016 7:57 pm
  • Updated:July 13, 2016 7:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই সবে নায়িকা পূজা হেগড়েকে জনসমক্ষে এনে ছবির প্রচার শুরু করেছিলেন৷ এর মধ্যেই নতুন ছবি ‘মহেঞ্জো দারো’র চিত্রনাট্য চুরির অভিযোগ উঠল পরিচালক-প্রযোজক আশুতোষ গোয়াড়িকর৷ অভিযোগকারী জনৈক অক্ষয়াদিত্য লামা৷

অক্ষয়াদিত্যের দাবি, ১৯৯৫ সালে তিনি ‘মহেঞ্জো দারো’র চিত্রনাট্য লিখেছিলেন৷ সেই সম্বল নিয়েই ১৯৯৭ সালে মুম্বই এসেছিলেন ফিল্ম-টেলিভিশনের দুনিয়ায় কাজ পাওয়ার আশায়৷ অন্যান্যদের মতো আশুতোষকেও চিত্রনাট্য শোনান তিনি৷ ২০১০ সালে যখন শোনেন হৃতিক রোশন ও পূজা হেগড়েকে নিয়ে আশুতোষ ‘মহেঞ্জো দারো’ নামে সিনেমা বানাচ্ছেন৷ বিষয়টি জানিয়ে পরিচালককে মেলও করেন অক্ষয়াদিত্য৷ কিন্তু, কোনও উত্তর পাননি৷

Advertisement

শেষমেশ আশুতোষের বিরুদ্ধে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি৷ ১২ জুলাই ছিল এই মামলার প্রথম শুনানি৷ পরবর্তী শুনানি ২৬ জুলাই৷ মামলা শুনানির উপরেই নির্ভর করবে হৃতিকের সিনেমার মুক্তির ভাগ্য৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ