Advertisement
Advertisement

ব্যবসায় সব বায়োপিককে টেক্কা দিল এমএস ধোনি

বাকি সব বায়োপিককে টেক্কা দিয়ে রেকর্ড অঙ্কের ব্যবসা করল ক্যাপ্টেন কুলের আত্মজীবনী, 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি৷'

MS Dhoni: the untold story is the highest earning Bollywood biopic ever
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 13, 2016 10:46 am
  • Updated:October 13, 2016 11:17 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজে তিনি অপ্রতিরোধ্য৷ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ৫০ ওভারের বিশ্বকাপ, আইপিএল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি, সবই রয়েছে তাঁর ঝুলিতে৷ এবার মাঠের বাইরেও নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি৷ বাকি সব বায়োপিককে টেক্কা দিয়ে রেকর্ড অঙ্কের ব্যবসা করল ক্যাপ্টেন কুলের আত্মজীবনী, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি৷’

চলতি বছর ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল পরিচালক নীরজ পাণ্ডের এই ছবি৷ ধোনির জীবনের অজানা কাহিনি জানতে মুখিয়ে ছিলেন তাঁর ভক্তরা৷ তাই প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহগুলি ছিল হাউসফুল৷ তার উপর পুজোর মরশুমে ছুটির মেজাজে রয়েছে আম আদমি৷ ফলে সিনেমা হলে ধোনিরূপী সুশান্ত সিং রাজপুতকে দেখার সুযোগ হাতছাড়া করেননি কেউই৷ আর সেই সুবাদে মুক্তির পর থেকে এখনও পর্যন্ত ১১৬.৯১ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই বলি-ছবি৷

Advertisement

ফক্স স্টার স্টুডিওর সিইও বিজয় সিং জানান, “ভারতে যতগুলি বায়োপিক তৈরি হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি৷’ মাহির প্রতি দর্শকদের ভালবাসা ঠিক কতটা, এখানেই তার প্রমাণ মিলল৷ ছবিটি সুপারহিট করে তোলার জন্য ধোনি ভক্ত ও সিনেমাপ্রেমীদের ধন্যবাদ জানাই৷”

Advertisement

পুজোর মরশুমে ‘মিরজিয়া’, ‘তুতাক তুতাক তুতিয়া’র মতো ছবিগুলিও মুক্তি পেয়েছে৷ তা সত্ত্বেও ধোনির বায়োপিক দেখার আগ্রহে এতটুকু ভাটা পড়েনি৷ মেরি কম, মিলখা সিংদের পিছনে ফেলে দেশের বক্স অফিসেও বাজিমাত করল সেই ক্রিকেটই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ