BREAKING NEWS

১৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

জুতো পরেই সিটে পা, শাহরুখের কীর্তিতে বিতর্কের ঝড়

Published by: Sangbad Pratidin Digital |    Posted: January 24, 2017 12:30 pm|    Updated: January 24, 2017 12:30 pm

 Netizens takes on SRK over his 'ill manners' in train

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি আইকন। অসংখ্য তরুণ তাঁর কাজে-কথায় অনুপ্রাণিত। পর্দার চরিত্র হয়েই তিনি প্রভাবিত করতে পারেন বাস্তবকে। সেই তিনিই জুতোসমেত পা রাখলেন ট্রেনের সিটের উপর। কিং খানের এ কীর্তি দেখেই বিস্ময়ে হতবাক নেটিজেনরা। চলছে তুমুল সমালোচনা।

শাহরুখকে এক ঝলক দেখতে গিয়ে প্রাণ গেল ফ্যানের

সোমবার ট্রেনে চেপে মুম্বই থেকে দিল্লি গিয়েছিলেন শাহরুখ। তাঁর ‘রইস’ ছবির প্রমোশনেই এমন উদ্যোগ। তবে খানিকটা আবেগও জড়িয়ে আছে এই রেলযাত্রায়। একদা ট্রেনে চেপেই দিল্লির যুবক শাহরুখ মুম্বই এসেছিলেন। বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন দেখেছিলেন। বাকিটা ইতিহাস। দু’দশক পেরিয়ে তিনি এখন বলিউডের মসনদে। শুধু তাঁর ছবিতে নয়, আক্ষরিক অর্থেই তিনি বলিপাড়ার ‘রইস’। আর তাই ঘরে ফিরতে ট্রেনেই চেপেছিলেন ‘বাদশা’। তবে তাতেই বিপত্তি। একে তো ভিড়ের চাপে বিশৃঙ্খলা। প্রাণ গিয়েছে এক ফ্যানের। তা নিয়ে দুঃখপ্রকাশও করেছেন শাহরুখ। কিন্তু সেখানেই শেষ নয়। নেটদুনিয়াতেও পড়েছেন সমালোচনার মুখে। ট্রেনের কামরায় শাহরুখের যে ছবি সামনে এসেছিল, তাতে দেখা যাচ্ছে, জুতোসমেতই সিটের উপর পা তুলে দিয়ে বিন্দাস মুডে আছেন বাদশা। আর তাতেই নেটিজেনদেন প্রশ্ন, এটা কীরকম ব্যবহার। একজন ইয়ুথ আইকন যদি সিটের উপর পা তুলে দেন, তাহলে তরুণরা কী শিখবেন। ফ্যানের মৃত্যুতে শোকপ্রকাশ করলেও এ সমালোচনার অবশ্য কোনও জবাব দেননি বাদশা।

প্রেমিকের ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হলেন বলিউড অভিনেত্রী

দীপিকার এ ছবিই ভাইরাল নেটদুনিয়ায়…কিন্তু সত্যিটা জানেন কি?

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে