সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাল ২০০০। হিন্দি টেলিভিশনের মোড় ঘুরিয়ে দিলেন বিটাউনের এক প্রযোজক। এর আগে বহু মেগা সিরিয়াল থাকলেও সিরিয়ালের ভাবনায় তিনি আনলেন নয়া জোয়ার। একঝটকায় পুরো পরিবারকে টেলিভিশনের সামনে ঐক্যবদ্ধ করলেন যিনি, তিনি একতা কাপুর। ধারাবাহিকের নাম, কিঁউকি সাস ভি কভি বহু থি। ছোটপর্দার ইতিহাসে এই সিরিয়ালের জনপ্রিয়তা ছাপিয়ে গিয়েছিল সবকিছুকে। একটি গুজরাটি পরিবারের গল্পের সঙ্গে ভারতের সব পরিবারই নিজেদের প্রায় জড়িয়ে ফেলেছিলেন। মিহির তুলসির গল্প অচিরেই হয়ে উঠেছিল সর্বভারতীয় দাম্পত্য জীবনের গল্প। এরপর সময়ের সঙ্গে সঙ্গে পারিবারিক গল্প নিয়ে প্রচুর ধারাবাহিক তৈরি হয়, কিছু গল্প পছ্ন্দ করেন দর্শক, কিছু গল্প থেকে আবার মুখ ফিরিয়েও নেন দর্শকরা।
[সলমনের টিউবলাইট-এ কী বেশে হাজির শাহরুখ? নেটদুনিয়ায় ফাঁস ছবি]
তবে শুধু পারিবারিক গল্পই নয়, মেগার বিষয়বস্তু হয়ে উঠে এসেছে কল্পবিজ্ঞানের গল্প, পৌরানিক, সোশ্যাল ইস্যু কেন্দ্রিক গল্প থেকে শুরু করে ভুতের গল্পও। সম্প্রতি হিন্দি টেলিভিশনের গল্পে দেখা যাচ্ছে সেরকমই কিছু নয়া ভাবনা। যা কখনও অবাস্তব তো কখনও অতিবাস্তব। উদাহরণস্বরূপ, সম্প্রতি ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকে দেখানো হয় যে মৃত্যুর পর সিমর একটি মাছিতে রূপান্তরিত হয়েছে। কিংবা নাগিন সিরিয়ালে নাগিন ও নেভলার সেই ঐতিহাসিক সংঘাত, তার কথা কি করে ভোলা যায়। এবার সেই তালিকায় নতুন নাম ‘পেহরেদার পিয়া কি’, যার অর্থ প্রেমিকের পাহারাদার। সম্প্রতি সোনি এন্টারটেনমেন্টে সম্প্রচারিত হয় তাঁর প্রমো। এটি মূলত একটি মিষ্টি প্রেমের গল্প। যেখানে একটি পূর্ণবয়স্ক মেয়ের সঙ্গে বিয়ে হয় একটি দশ বছরের ছেলের। এই অসমবয়সী প্রেম নিয়েই আসতে চলেছে এই ধারাবাহিক। সিরিয়ালের টাইটেল অনুযায়ী প্রমোতে দেখা যাচ্ছে, মেয়েটি তাঁর পিয়া অর্থাৎ ছেলেটিকে সব বিপদ থেকে রক্ষা করতে ব্যাগে একটি বন্দুক রাখে। এতে এ তো শুধু প্রমো, ধারাবাহিকে আরও কোন কোন দিক উঠে আসে আপাতত সেদিকেই তাকিয়ে ছোটপর্দার দর্শকরা।
[দেশে দাপট দেখিয়ে এবার মস্কো চলচ্চিত্র উৎসবের উদ্বোধনেও ‘বাহুবলী’]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.