BREAKING NEWS

১৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

‘আমার সময় প্রিয়া কোথায় ছিল?’ আফসোস করলেন ঋষি কাপুর

Published by: Sangbad Pratidin Digital |    Posted: February 17, 2018 1:44 pm|    Updated: February 17, 2018 1:44 pm

Now Rishi Kapoor adds to Priya Prakash Varrier fan club

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয়াকে নিয়ে হইচই দেখে বিজেপি নেতারা বিরক্ত হয়ে বলছেন, ‘ওকে যারা ফলো করছে তাঁদের পাকোড়া বিক্রি করা উচিত।’ অন্যদিকে প্রিয়ার ভক্তের তালিকা দিন দিন বেড়েই চলেছে। এবার সেই তালিকায় যুক্ত হল বলিউডের একসময়ের ‘চকলেট বয়’ ঋষি কাপুরের নাম। ভাবছেন সে আবার কি? শেষমেষ কিনা একজন দক্ষিণী তরুণী অভিনেত্রীর কটাক্ষে ধরা দিলেন বলিউডের একসময়ের রোমান্স কিং? কিন্তু ঘটনাটা সত্যি! এবার প্রিয়া-র রূপে মুগ্ধ হয়ে তাঁকে নিয়ে টুইটারে মন্তব্য করলেন স্বয়ং ঋষি কাপুর

প্রিয়া প্রকাশ ভারিয়ের কে? আশা করি সেই তথ্য নতুন করে আপনাকে দেওয়ার প্রয়োজন নেই। তবু যদি কোনওভাবে মিস করে গিয়ে থাকেন তবে জেনে নিন, ১৮ বছরের প্রিয়া হল কেরলের ত্রিশূরের বাসিন্দা। কয়েকদিন আগেই তাঁর অভিনয় করা দক্ষিণী ছবির একটি গান নেট দুনিয়ায় বিখ্যাত হয়ে যায়। তারপরই রাতারাতি প্রিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো সোশ্যাল সাইটগুলিতে তারকার তকমা পেয়ে যান। বর্তমানে গোটা নেটদুনিয়া এখন প্রিয়া-র সৌন্দর্যে মেতে। কেউ কেউ তো আবার প্রিয়া-কে নিয়ে রাতে ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখছেন। এবার সেই তালিকায় যুক্ত হল বলি তারকা ঋষি কাপুরের নাম। কারণ তিনি শুক্রবার রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে প্রিয়া-র ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি প্রিয়ার আরও অনেক উন্নতি কামনা করি। যাঁর চোখ দুটো এত সুন্দর এবং আবেগে পরিপূর্ণ, তাঁর জীবনে ভাল হতে বাধ্য। তাই আমি ওকে আশির্বাদ করি ওর খুব ভাল হোক। শুধু একটাই আফসোস আমার সময় প্রিয়া কোথায় ছিল?’

[প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ম্যাজিক ফিরিয়ে প্রকাশ্যে ‘দৃষ্টিকোণ’-এর পোস্টার]

আর মজার বিষয় হল জনপ্রিয়তার দিক থেকে প্রিয়া বর্তমানে সানি লিওনকেও পিছনে ফেলে দিয়েছেন। গুগল বলছে, আগে ভারতবর্ষে প্রতিদিন সানি লিওনের নামে সব থেকে বেশি সার্চ করা হত। এবারে নাকি সানি-র রেকর্ডও ভেঙে দিল প্রিয়া। এসব শোনার পর প্রিয়া বলছে, ‘আমি তো বুঝতেই পারছি না রাতারাতি এসব কিভাবে হল? ভীষণ ভাল লাগছে এটা ঠিক, কিন্তু তাও এখনও আমি একটা ঘোরের মধ্যে আছি।’

[রিয়েল লাইফেও ‘প্যাডম্যান’ অক্ষয়, বাস ডিপোয় মিলবে স্যানিটরি ন্যাপকিন]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে