৯ চৈত্র  ১৪২৯  শুক্রবার ২৪ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

যে ব্যোমকেশ নেই বইয়ের পাতায়, সিনেমায় সে কোন সত্যের সন্ধানে?

Published by: Sangbad Pratidin Digital |    Posted: July 1, 2018 1:13 pm|    Updated: July 1, 2018 1:13 pm

Official Trailer of Bidaay Byomkesh out

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধন্যবাদ লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে। ব্যোমকেশকে জন্ম দেওয়ার জন্য। তাঁর  অনুপ্রেরণাতেই এ যুগে দাঁড়িয়ে সত্যান্বেষীকে খুঁজে আনার সাহস দেখালেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। লেখকের ব্যোমকেশ সমগ্রতে এ কাহিনির খোঁজ মিলবে না। কারণ এখানে নতুন রূপে ফিরবেন সত্যান্বেষী। বয়সের ভারে চুলে পাক ধরলেও যাঁর লক্ষ্য স্থির। সত্যের অন্বেষণ। কেমন হবে তাই সেই রহস্যে ভরা অভিযান? খানিকটা উত্তর মিলল ট্রেলারে। টুইটে নিজের আপকামিং ছবি ‘বিদায় ব্যোমকেশ’-এর ট্রেলার প্রকাশ করলেন আবির চট্টোপাধ্যায়।

[ছাদ থেকে পড়ে গুরুতর আহত অভিনেতা চিন্ময় রায়, ভরতি হাসপাতালে]

সত্যের সন্ধানে শুরু হয়েছিল যাত্রা। ‘রক্তের দাগ’ হোক বা ‘শজারুর কাঁটা’, রহস্যের সমস্ত ‘চোরাবালি’ থেকে ‘অদ্বিতীয়’ সত্যকে প্রকাশ্যে আনাই তাঁর কাজ। গোয়েন্দা নয়, নিজেকে সত্যের অনুসন্ধানী বলতেই বেশি পছন্দ করেন ব্যোমকেশ বক্সী। এখন কোথায় তিনি? কী অবস্থায় রয়েছেন? এই প্রশ্নের উত্তর নিয়েই হাজির হচ্ছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। আগামী ২০ জুলাই মুক্তি পাবে আবির-সোহিনী অভিনীত সেই ছবি।

২০১৮ সালের ব্যোমকেশের চেহারায় যেমন পরিবর্তন এসেছে, তেমন পালটে গিয়েছে তাঁর আশপাশের পরিবেশ। বদলায়নি শুধু তাঁর মগজাস্ত্রের তীক্ষ্ণতা। বিজ্ঞানের উন্নতিতে কদর কমেছে প্রাইভেট গোয়েন্দাদের। কিন্তু এ তো গল্পের সত্যান্বেষী নন, রক্তমাংসের মানুষ। যাঁর ঘাড়ে এবার নিজের ছেলেকে খুঁজে বের করার দায়িত্ব পড়েছে। বাঙালির আইকন। যাঁকে নিয়ে একের পর এক গল্প রচিত হয়েছে, সেই ব্যোমকেশ কি পারবেন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই বৃদ্ধ বয়সেও নিজের মগজাস্ত্রকে কাজে লাগাতে? বইয়ের পাতায় এ কাহিনি নেই। তাই দর্শকের কাছেও এ গল্প এক্কেবারে নতুন।

[চুমু খেতে চেয়েছিল প্রযোজকের ম্যানেজার, বিস্ফোরক দাবি স্বরার]

উপন্যাসের পাতা থেকে ব্যোমকেশ পর্দায় এর আগেও উঠে এসেছে। পরিচালক অঞ্জন দত্ত, যিশু সেনগুপ্তকে ব্যোমকেশের মুখোশ দিয়েছেন। পরিচালক অরিন্দম শীল এ চরিত্রের জন্য বেছে নিয়েছেন আবির চট্টোপাধ্যায়কে। পরিচালক দেবালয়ও বেছে নিয়েছেন আবিরকেই। পালটেছে তাঁর সঙ্গী। অজিত হিসেবে ঋত্বিক চক্রবর্তী নয় এ ছবিতে রয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছবিতে রয়েছেন সোহিনী সরকার, জয় সেনগুপ্ত, বিদিপ্তা চক্রবর্তী প্রমুখ। ব্যোমকেশের বিদায়বেলার এই কাহিনি দর্শকের মন কতটা কাড়বে, সে উত্তর মিলবে ২০ জুলাই। টিজার তো ইতিমধ্যেই দেখে ফেলেছেন। এবার কৌতূহল বাড়ুক ট্রেলারে চোখ রেখে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে