Advertisement
Advertisement

মুসলিম নন মাহেরশালা, অভিনন্দন জানিয়েও পিছু হটল পাকিস্তান

অভিনন্দন জানিয়েছিল পাকিস্তানও৷ কিন্তু শেষমেশ পিছু হটল৷

 Pak Envoy to UN deletes Congratulatory tweet on Mahershala Ali after facing flak
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 28, 2017 8:07 am
  • Updated:February 28, 2017 8:07 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম মুসলিম অভিনেতা হিসেবে অস্কার উঠেছিল তাঁর হাতে৷ তা নিয়ে গর্বিত হয়েছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মুসলিমরা৷ অভিনন্দন জানিয়েছিল পাকিস্তানও৷ কিন্তু শেষমেশ পিছু হটল৷ খাঁটি মুসলিম নন মাহেরশালা, এই অভিযোগে অভিনন্দনের টুইট মুছে দিল তারা৷

মুসলিম হওয়া কোনও অপরাধ নয়, দেখিয়ে দিলেন অস্কারজয়ী মাহেরশালা

এর আগে মুসলিম হিসেবে অস্কার জিতেছেন ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান৷ তালিকায় আছেন পাকিস্তানি পরিচালক শরমিন ওবায়েদ-চিনয় ও ইরানি পরিচালক আসগার ফারহাদি৷ তবে অভিনেতা হিসেবে এর আগে কোনও মুসলিম ব্যক্তি অস্কার হাতে তুলতে পারেননি৷ সেই শূন্যস্থান পূরণ করে ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছিলেন মাহেরশালা৷ কিন্তু কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই তাঁর মুসলিম পরিচয় নিয়েই সংশয় উঠল৷ খোদ পাকিস্তানের তরফে তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করা হয়েছিল৷ কিন্তু পরে তা ডিলিট করা দেওয়া হয়৷ কেননা, পাকিস্তানের চোখে, মাহেরশালা মুসলিমই নন৷ কেন এই ধন্দ? আসলে মাহেরশালা আহমাদিয়া সম্প্রদায়ের মুসলিম৷ গোঁড়া মুসলিমরা এঁদেরকে ইসলাম ধর্মাবলম্বী বলে গণ্যই করেন না৷ মির্জা গুলাম আহমেদের অনুগামীদের আহমাদিয়া মুসলিম বলা হয়৷ কিন্তু তাঁদের স্বীকৃতি নেই মুসলিম সমাজে৷ ১৯৯৯ সালে এই অনুগামীদের দলভুক্ত হন মাহেরশালা৷ আর তাই তাঁকেও পড়তে হল এই বিড়ম্বনায়৷ মাহেরশালার কৃতিত্বের পর রাষ্ট্রসংঘের পাক রাষ্ট্রদূত টুইট করে অভিনন্দন জানান মাহেরশালাকে৷কিন্তু ততক্ষণে ঝড় উঠেছে পাক মুলুকে৷ সেই চাপে পড়েই শেষমেশ টুইট ডিলিট করে দেন পাক প্রতিনিধি৷

Advertisement

একই ঘটনা ঘটেছে আসগার ফারহাদির ক্ষেত্রেও৷ তাঁকেই টুইট করে অভিনন্দন জানানো হয়েছিল রাষ্ট্রসংঘের পার্সি প্রতিনিধির তরফে৷ কিন্তু শেষমেশ তাও মুছে দেওয়া হয়৷ ট্রাম্পের সমালোচনা করেই বিপাকে পড়তে হয় তাঁকে৷

তাঁকে খোঁটা দেওয়ার জেরেই বিভ্রান্তি অস্কারে, দাবি ট্রাম্পের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement