Advertisement
Advertisement

Breaking News

অাশা ভোঁসলেকে টুইটে অশ্লীল মন্তব্য পাকিস্তানিদের

যে দেশ শিল্পীদের প্রকৃত সম্মান দিতে পারে, সেখানে বোধহয় সব তর্কই বৃথা হয়ে যায়৷ আশাজিকে অপমান করে তাইই যেন দেখিয়ে দিল পাকিস্তান৷

Pakistani fans mock and abuse Asha Bhonsle for her jay hind tweet
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 2, 2016 5:11 pm
  • Updated:October 2, 2016 5:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে কাজ করা পাক শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার সঙ্গে সঙ্গে শোরগোল পড়েছে শিল্পীমহলে৷ সন্ত্রাসের প্রশ্নে শিল্পীদের বিভাজন মেনে নিতে পারছেন না অনেকেই৷ পাক শিল্পীদের যখন একরকম সহানুভূতি দেখাচ্ছে ভারতীয় শিল্পীমহলের একাংশ, তখন পাকিস্তানিদের হাতে চূড়ান্ত অপমানিত হতে হল কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে৷

সংগীতশিল্পী আশা ভোঁসলের খ্যাতি শুধু ভারতের সীমানায় আটকে নেই৷ সারা বিশ্ব জুড়েই আছে তাঁর অগণিত ফ্যান৷ পাকিস্তানেও আশাজির গানের ভক্তসংখ্যা কম নয়৷ কিন্তু উগ্র জাতীয়তাবাদে শিল্পীকে অপমান করতেও ছাড়লেন না পাকিস্তানিরা৷ উরি হামলার প্রেক্ষিতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্যের কথা ছড়িয়ে পড়তেই কিংবদন্তি শিল্পী ‘জয় হিন্দ’ লিখে টুইট করেন৷ আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পাকিস্তানিরা৷ চূড়ান্ত অপমানজনক মন্তব্য ভেসে আসতে থাকে৷ এমনকী কিংবদন্তি শিল্পীর মাকে উদ্দেশ্য করেও কুকথা বলা হয়৷

Advertisement

এর উত্তরও তিনি দিয়েছেন ক্লাসিক উপায়ে৷ জানান, টুইটারে এত ‘কুকথা বলা কুকুর’ যে তাঁর অনুগামী তিনি জানতেন না৷ পরে আবার পরিষ্কার করে জানিয়ে দেন, তিনি তো পাকিস্তানিদের কিছু বলেননি, তাহলে তারা এত ক্ষুব্ধ কেন! ছোট্ট কথাতেই পাক নাগরিকদের যোগ্য জবাব দিয়েছেন আশাজি৷

কূটনৈতিক ব্যবধানে শিল্পীদের বিভাজনের বিরুদ্ধে অনেকেই সওয়াল তুলছেন৷ কিন্তু যে দেশ শিল্পীদের প্রকৃত সম্মান দিতে পারে, সেখানে বোধহয় সব তর্কই বৃথা হয়ে যায়৷ আশাজিকে অপমান করে তাইই যেন দেখিয়ে দিল পাকিস্তান৷

asha-tai-1

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ