Advertisement
Advertisement

নিকের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট, নেটদুনিয়ায় সমালোচিত প্রিয়াঙ্কা

কী বলছেন নেটিজেনরা?

Priyanka posts cosy picture with Nick
Published by: Sayani Sen
  • Posted:February 4, 2019 6:55 pm
  • Updated:February 4, 2019 6:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজকীয় বিয়ের মধ্য দিয়ে স্বীকৃতি পেয়েছে নিক-প্রিয়াঙ্কার প্রেম৷ এখন তাঁরা স্বামী-স্ত্রী৷ আপাতত ক্যালিফোর্নিয়ায় ছুটি কাটাতে ব্যস্ত৷ দু’জনের গোপন মুহূর্তের ছবি টুইট করেছেন নিক ঘরনি৷ ওই পোস্ট নিয়েই নেটদুনিয়ায় সমালোচনার শিকার সেলেব কাপল৷

[ক্যানসার অতীত, কাজে ফিরছেন সোনালি বেন্দ্রে]

‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির শুটিং কিছুদিন বন্ধ রয়েছে৷ আপাতত নিকের সঙ্গে বিদেশেই রয়েছেন প্রিয়াঙ্কা৷ ক্যালিফোর্নিয়ায় ছুটি কাটাচ্ছেন নিকইয়াঙ্কা৷ বরফ নিয়ে আনন্দে গা ভাসানোর ছবি টুইট করেছিলেন প্রিয়াঙ্কা৷ ওই ছবিতেই দেখা গিয়েছিল নিকের দাদা জো জোনাসকেও৷ পরিবারের সঙ্গে একসঙ্গে কোয়ালিটি টাইম উপভোগ করছেন প্রিয়াঙ্কা, তার প্রমাণ মিলেছিল ছবিতেই৷ এ ছবি নিয়ে যদিও নেটিজেনদের তেমন আপত্তি ছিল না৷ তবে তা বলে যে প্রিয়াঙ্কাকে নিয়ে কোনও বিতর্ক তৈরি হয়নি তেমন ভাবারও কিছু নেই৷ সদ্যই নিকের সঙ্গে কাটানো গোপন মুহূর্তের একটি ছবি টুইট করেন প্রিয়াঙ্কা৷ তাতে দেখা গিয়েছে, একটি আলো আঁধারি ঘরে সোফার উপর বসে টিভি দেখছেন নিক৷ আর নিকের বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন প্রিয়াঙ্কা৷ ছবির ক্যাপশনে লেখা ‘হোম’৷ প্রিয়াঙ্কার এই ছবি নিয়ে আপত্তি জানিয়েছেন নেটিজেনরা৷ ব্যক্তিগত মুহূর্তের ছবি নেটদুনিয়ায় পোস্ট করা উচিত হয়নি বলেই দাবি করেছেন অনেকেই৷ আবার কারও কারও বক্তব্য, ‘‘আপনাদের ঘরে কি সবসময়ই ফটোগ্রাফার বসে থাকেন?’’ নেটিজেনদের একাংশের দাবি, ‘‘সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সম্পর্কের গভীরতা প্রকাশ করা সম্ভব নয়৷’’ কেউ কেউ তো আবার নিক-প্রিয়াঙ্কার কোন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা উচিত আর কোনটা অনুচিত, সে বিষয়েও উপদেশ দিয়েছেন তাঁদের৷

Advertisement

[‘জুতো হাতে তোলা সেলফি ফটোশপের কারিকুরি’ অমিতাভের টুইটে বিতর্ক]

যদিও নেটিজেনদের বক্তব্যে কিছুই যায় আসে না নিকইয়াঙ্কার৷ তাই এ বিষয়ে এখনও কোনও মন্তব্যও করেননি তাঁরা৷ ব্যস্ত শিডিউল থেকে ছুটি নিয়ে দিব্যি আনন্দে নিকের সঙ্গে সময় কাটাচ্ছেন পিগি৷

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Home 😍

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement