Advertisement
Advertisement

প্রথমবার পুজোর গানে প্রসেনজিৎ

নায়কের ভূমিকা বদলে সেই উত্তমকুমার, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পরম্পরা বজায় রইল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মাধ্যমেই৷

Prosenjit Chatterjee debuts as singer in Pujo album
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 30, 2016 7:14 pm
  • Updated:August 30, 2016 8:51 pm

শম্পালী মৌলিক: ‘মহানায়ক’ থেকে এবার তিনি গায়ক৷ এই প্রথমবার পুজোর অ্যালবামে গান গাইতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ ঘরোয়া আড্ডায় অবশ্য বুম্বাদাকে গাইতে শোনা যায় এবং গায়ক প্রসেনজিতের ভক্তসংখ্যাও কিছু কম নয়৷ তবে সে গানের শ্রোতাদের সীমানা একেবারেই বাঁধাধরা৷ এবার  সব অনুরাগীরাই শুনতে পাবেন তাঁর গান৷

এর আগে এ বছরই ‘প্রাক্তন’ ছবিতে কণ্ঠ দিয়েছিলেন প্রসেনজিৎ৷ অন্ত্যাক্ষরী সিকোয়েন্সে ‘কভি কভি মেরে দিল মে খেয়াল আতা হ্যায়…’ গানটি প্রসেনজিৎ নিজেই গেয়েছিলেন৷ তবে প্লে-ব্যাক নয়, এবারে সরাসরি পুজোর গানে তাঁকে পাওয়া যাবে৷ ‘ইমামি হেলদি অ্যান্ড টেস্টি’ ব্র্যান্ড প্রত্যেক বছর পুজোর সময় কোনও না কোনও নতুন ক্যাম্পেন করে৷ গতবছর তারা ‘দেবী’ (অনিরুদ্ধ রায়চৌধুরীর শর্টফিল্ম) করেছিল৷ এ বছর তারা আনছে পুজোর গানের নতুন অ্যালবাম, যেখানে বেশ কয়েকজন সেলিব্রিটিকে গাইতে শোনা যাবে৷ এই অ্যালবামেই লিড সং গাইছেন প্রসেনজিৎ৷ চন্দ্রবিন্দুর উপল সেনগুপ্তর সুরে তাঁকে গাইতে শোনা যাবে৷ আর গান লিখেছেন অর্ণব চৌধুরী৷ তবে এ কিন্তু মোটেই বিজ্ঞাপনী জিঙ্গল নয়, এক্কেবারে সাজানো গোছানো পুজোর গান৷ রেকর্ডিংও শুরু হয়ে যাচ্ছে শিগগিরই৷ অ্যালবামটি নিয়ে মিউজিক ভিডিও শুট করার পরিকল্পনাও রয়েছে, অবশ্যই তা হবে নায়ককে ঘিরেই৷

Advertisement

ইন্ডাস্ট্রিতে সিঙ্গার-অ্যাক্টর অবশ্য রয়েছেন অনেকেই৷ বলিপাড়ায় যেমন অমিতাভ বচ্চন, ফারহান আখতার, শ্রদ্ধা কাপুর, প্রিয়াঙ্কা চোপরা৷ তালিকা বেশ লম্বাই৷ টলিউডেও তেমন অর্পিতা চট্টোপাধ্যায় রীতিমতো ট্রেন্ড সিঙ্গার৷ রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়৷ ঋতুপর্ণা সেনগুপ্তও ভাল গান করেন৷ দেব, জিৎ দু’জনেই নিজেদের ছবিতে ছোট ছোট প্লে-ব্যাক করেছেন৷ তবে আর যাই হোক, যিনি নিজেই ইন্ডাস্ট্রি সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এই প্রথম পুজোর অ্যালবামে শোনার জন্য অনুরাগীরা কী পরিমাণ আগ্রহী হবেন সে আন্দাজ করাই যায়৷ বলাই বাহুল্য, নায়কের ভূমিকা বদলে সেই উত্তমকুমার, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পরম্পরা বজায় রইল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মাধ্যমেই৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ