Advertisement
Advertisement

Breaking News

‘পার্চড’ ছবি নিষিদ্ধ করার দাবি তুলল রাবাড়ি সম্প্রদায়

রাবাড়ি সম্প্রদায়ের তরফ থেকে হুমকি আসছে পরিচালক এবং তাঁর স্বামীর কাছে৷

Rabari Community In Gujarat Wants A Ban On 'Parched'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 27, 2016 5:15 pm
  • Updated:September 27, 2016 5:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বলিউডে ছবি তৈরি এবং মুক্তি নিয়ে বিতর্ক তৈরি হওয়া নতুন ঘটনা নয়৷ গত কয়েকদিন আগেই ‘উড়তা পাঞ্জাব’,‘আলিগড়’-এর মতো  ছবিগুলি নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছিল৷ ছবিগুলির মুক্তি নিয়েও তৈরি হয়েছিল সংশয়৷ আর এবার ‘পার্চড’  ছবি নিয়ে বেশ বিপাকেই পড়েছেন পরিচালক লীনা যাদব৷

ছবিটি তৈরি করার সময় থেকেই নানান সমস্যার সম্মুখীন হচ্ছিলেন পরিচালক৷ ছবিতে অভিনেত্রী রাধিকা আপ্তের নগ্ন দৃশ্য বাজারে ভাইরাল হয়ে যাওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছিল কয়েকদিন আগেই৷ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সমস্যায় ‘পার্চড’৷ গুজরাতের রাবাড়ি সম্প্রদায়ের মানুষের কাছ থেকে রীতিমতো হুমকি পাচ্ছেন লীনা৷ জানিয়েছেন, তিনি এবং তাঁর স্বামী ছবিটি তৈরি করার জন্য প্রাণনাশের হুমকি পেয়েছেন৷ শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপেও তাঁর স্বামীকে বহু কটূক্তি বার্তা পাঠানো হচ্ছে বলে তাঁর দাবি৷

Advertisement

গোটা বিষয়ে বেশ ভয় পেয়েছেন লীনা৷ জানিয়েছেন, “রাবাড়ি সম্প্রদায়ের একদল মানুষের দাবি, ছবিতে যে মহিলাদের দেখানো হয়েছে, তাঁদের পোশাক রাবাড়ি সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে মেলে৷ আর ছবির মাধ্যমে নাকি এই বিশেষ সম্প্রদায়ের মহিলাদের অপমান করা হয়েছে৷ সেই জন্যই তাঁরা প্রেক্ষাগৃহগুলিতে ছবির সম্প্রচার বন্ধ করার দাবি জানাচ্ছেন তাঁরা৷”

Advertisement

প্রাণনাশের হুমকি পেয়ে সন্ত্রস্ত পরিচালক এবং তাঁর স্বামী৷ ঘটনার কথা জানিয়ে ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ পর্যন্ত দায়ের করেছেন তাঁরা৷ পুলিশ তাঁদের কাছে সংশ্লিষ্ট ফোন নম্বরগুলি চেয়েছেন বলে জানিয়েছেন লীনা৷ সেই সঙ্গে গোটা ঘটনায় বিরক্তি প্রকাশ করে পরিচালক বলেছেন, “ছবিতে যে পোশাক ব্যবহার করা হয়েছিল তাতে গুজরাতি এবং রাজস্থানি ধাঁচের মিশ্রণ ছিল৷ পোশাকের উপর ভিত্তি করে কোনও ছবির বিরোধিতা করা সঠিক নয়৷ এই ছবি কোনও সম্প্রদায়ের মানুষকে অপমান করার জন্য তৈরি করা হয়নি৷ আর সবচেয়ে বড় কথা হল, কাল যদি আমি তাইল্যান্ডের পোশাক পরি, আমি কি তইল্যান্ডের বাসিন্দা হয়ে যাব?”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ