Advertisement
Advertisement

মুক্তির  আগেই ‘সুলতান’-কে টেক্কা দিল ‘কাবালি’!

'সুলতান'-এর দশগুণ বেশি আয় করবে 'কাবালি', এমনটাই দাবি করেছেন প্রযোজক৷

Rajinikanth’s Kabali to dethrone Salman Khan’s Sultan, shows booked till Sunday
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2016 4:27 pm
  • Updated:July 19, 2016 4:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলিজের আগেই সলমন খানের ‘সুলতান’-কে ধরাশায়ী করে দিল রজনীকান্ত অভিনীত ‘কাবালি’৷ আগাম বুকিংয়ের প্রথম দিন মাত্র দু’ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেল থালাইভার নতুন ছবির প্রথম তিন দিনের সব টিকিট৷

দেশের পাশাপাশি বিদেশেও ‘কাবালি’ জ্বরে ভুগছেন রজনী-ভক্তরা৷ কেবল মার্কিন মুলুকেই ৪০০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘কাবালি’৷

Advertisement

এতেই থেমে নেই৷ জানা গিয়েছে মোট ১২,০০০ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রজনীকান্তের ‘কাবালি’৷ ভাইজানের ‘সুলতান’ এতগুলি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি৷ স্বভাবতই রিলিজের পরিপ্রেক্ষিতে বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে ‘কাবালি’৷ আগামী ২২ জুলাই মুক্তি পেতে চলেছে রজনীকান্ত অভিনীত ‘কাবালি’৷ আর মুক্তির আগেই ২২ থেকে ২৫ তারিখ অবধি সিনেমার সমস্ত টিকিট বুকিং হয়ে গিয়েছে বলে খবর৷

Advertisement

ছবির প্রযোজক কলাইপুরি থানুর দাবি, মাত্র দু’দিনেই ২০০ কোটির ব্যবসা করে ফেলবে এই দক্ষিণ ভারতীয় ছবি৷ ইতিমধ্যে টিকিট বিক্রি থেকে শুরু করে স্যাটেলাইট রাইট ইত্যাদির নিরিখে ইতিমধ্যেই সে অঙ্ক প্রায় ছুঁয়ে ফেলেছে ছবিটি৷ প্রযোজক আরও জানিয়েছেন, তামিলনাড়ুতে ছবির টিকিটের মূল্য ১২০ টাকা বেঁধে দেওয়া হয়েছে৷ কিন্তু পার্শ্ববর্তী রাজ্য কর্ণাটক এবং কেরালায় ৬০০ টাকাতেও বিক্রি হচ্ছে ‘কাবালি’-র টিকিট৷

জনপ্রিয়তার নিরিখে অভিনেতা রজনীকান্ত খুব সহজেই মাত করে দিতে পারেন বলিউডের যে কোনও বিখ্যাত অভিনেতাকে৷ ‘সুলতান’-এর দশগুণ বেশি আয় করবে ‘কাবালি’, এমনটাই দাবি করেছেন প্রযোজক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ