Advertisement
Advertisement

বড়পর্দায় জয়ললিতা, নেপথ্যে রামগোপাল বর্মা

তবে সরাসরি নয়, একটু অন্যভাবে৷

Ram Gopal Varma announces film on Jayalalithaa and Sasikala
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 17, 2016 8:03 pm
  • Updated:December 17, 2016 8:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচারে থাকার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার৷ তাই ফ্লপের আগুন ছুঁতে পারেনি তাঁর জনপ্রিয়তাকে৷ প্রচারের এই বাজারে সামনের সারিতে থাকতে এবারে পরিচালক রাম গোপাল বর্মার নতুন তুরুপের তাস সদ্য প্রয়াত তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবনী৷

সিনেমার পর্দা থেকে আম্মার রাজনৈতিক উত্তরণের কাহিনি বড়পর্দায় তুলে ধরবেন বলে ঠিক করেই নিয়েছিলেন রামু৷ কিন্তু সদ্য প্রয়াত এআইডিএমকে নেত্রীকে নিয়ে এখনও আবেগের বন্যায় ভাসছেন মানুষ৷ তাই সরাসরি আম্মার জীবনকে না তুলে ধরে অন্য পথ অবলম্বন করতে চলেছেন পরিচালক৷ আম্মার পুরো কাহিনি তিনি দেখাবেন তাঁর ছায়াসঙ্গী শশীকলার দৃষ্টিকোণ থেকে৷ তাই সিনেমার নামও নাকি হতে চলেছে ‘শশীকলা’৷

Advertisement

অবশ্য রামুর আগেও একবার জয়ললিতার জীবনকে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছিলেন পরিচালক মণিরত্নম৷ তবে প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে৷ ‘ইরুভর’ নামের সেই ছবিতে জয়ললিতা ও তাঁর মেন্টর এমজিআরের কাহিনি ফুটিয়ে তুলেছিলেন মোহনলাল ও ঐশ্বর্য রাই বচ্চন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ