Advertisement
Advertisement

Breaking News

ফের ‘সরকার’-এর চরিত্রে ধরা দেবেন বিগ বি

পরিচালক জানাচ্ছেন, প্রথম দু'টি ছবির চেয়ে এবারের অমিতাভ হবেন আরও বেশি রাগী৷

Ram Gopal Varma collaborates with Amitabh Bachchan for Sarkar 3
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 13, 2016 7:05 pm
  • Updated:September 13, 2016 7:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রেক্ষাগৃহ গমগম করবে গোবিন্দা…গোবিন্দা…গোবিন্দা শব্দে৷ ফের ‘সাম দাম দণ্ড ভেদ’ মন্ত্র চিড়ে হাত নাড়াতে নাড়াতে স্ক্রিনে প্রবেশ করতে দেখা যাবে বলিউডের অ্যাংরি ম্যানকে৷

এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন কোন ছবি নিয়ে কথা হচ্ছে? হ্যাঁ৷ সুপারহিট ‘সরকার’ ও ‘সরকার রাজ’-এর পর ফের হল কাঁপাতে আসছে ‘সরকার থ্রি’৷ প্রায় আট বছর পর গাঁটছড়া বাঁধছেন বলিউডের সুপারহিট অভিনেতা-পরিচালক জুটি অমিতাভ বচ্চন ও রামগোপাল বর্মা৷ সব ঠিকঠাক থাকলে আগামী বছরই মুক্তি পেতে চলেছে সরকার-এর তৃতীয় পার্ট৷

Advertisement

পরিচালক জানাচ্ছেন, প্রথম দু’টি ছবির চেয়ে এবারের অমিতাভ হবেন আরও বেশি রাগী৷ আর এটাই ছবির ইউএসপি৷ ‘সরকার থ্রি’-তে বিগ বি ধরা দেবেন ‘অ্যাংরিয়র ম্যান’ হিসেবে৷ আর কে কে রয়েছেন ছবিতে? কানা ঘুষো শোনা যাচ্ছিল, গোটা বচ্চন পরিবারকেই নাকি ফের দেখা যাবে এই ছবিতে৷ কিন্তু রাম গোপাল বর্মা সাফ জানিয়ে দিয়েছেন, অভিষেক বা ঐশ্বর্য রাই বচ্চন কেউই ছবিতে থাকছেন না৷ তবে বিগ বি-র পাশে কাকে অভিনয় করতে দেখা যাবে? পরিচালক বলছেন, খুব তাড়াতাড়ি বাকি অভিনেতাদের নাম টুইট করে জানাবেন তিনি৷ গত ২৬ তারিখ ছবির ফার্স্ট লুক মুক্তি পাওয়ার কথা থাকলেও তার দিন পিছিয়ে দেওয়া হয়েছে৷ বলাই বাহুল্য, বিগ বি-কে ফের একবার সুভাষ নাগরের চরিত্রে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement