১২ চৈত্র  ১৪২৯  সোমবার ২৭ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

ফার্স্ট লুকে রণবীর যেন নব্বইয়ের সঞ্জয় দত্ত

Published by: Sangbad Pratidin Digital |    Posted: February 21, 2017 10:58 am|    Updated: February 21, 2017 10:58 am

Ranbir Kapoor's pic of sanjay Dutt biopic in the open

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম থেকেই খবর ছিল সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয়ের জন্য নিজেকে একেবারে গড়েপিটে নিয়েছেন রণবীর কাপুর। ওজন বাড়িয়েছেন অনেকটাই। চুল রেখেছেন ঘাড় ছুঁয়ে। সাজন থেকে খলনায়ক। কোন চরিত্রে, কেমন ছিল সঞ্জুবাবার বডি ল্যাঙ্গুয়েজ, তা জানতে দেখে ফেলেছেন সঞ্জয় দত্তের বেশিরভাগ সিনেমাই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে পরিচালক সঞ্জয় দত্তের বায়োপিকে রণবীরের সেই লুক। দেখে মনে হচ্ছে, এক্কেবারে নব্বইয়ের সঞ্জয় দত্ত।

ran_web1

বর্ণময় জীবন সঞ্জয় দত্তের। জীবনে প্রচুর চড়াই-উতরাই। অভিনয় জীবন, প্রেম, বিয়ে, সংসার,  মাদকাসক্তি, মুম্বই হামলায় নাম জড়ানো, কারাবাস-সব মিলিয়ে এক জীবনে বহু বৈচিত্র্য তাঁর। সেই জীবনকেই সেলুলয়েডে তুলে ধরছেন পরিচালক রাজকুমার হিরানি। আর সেক্ষেত্রে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন রণবীর কাপুর। তবে রণবীরের ফিল্মোগ্রাফ দেখে প্রথম দিকে খুব একটা ভরসা রাখতে পারেননি দর্শকরা। কিন্তু রণবীরের নিউ লুক দেখে সেই বিশ্বাস অনেকটাই ফিরছে।

ran_web2

জানুয়ারি থেকে শুরু হয়েছে ছবির কাজ। আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা। দিয়া মির্জা, সোনম কাপুর, অনুষ্কা শর্মাকেও দেখা যাবে এই ছবিতে।

ran_web3jpg

৩৪ বার সাপের কামড় খেয়েও বহাল তবিয়তে এই অষ্টাদশী

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে