Advertisement
Advertisement

Breaking News

মুম্বই ছেড়ে কোথায় চললেন রানি?

মু্ম্বই ছেড়ে দিচ্ছেন রানি মুখোপাধ্যায়৷ মা হওয়ার পর অভিনয়ের থেকে এখন অনেক দূরে আছেন আদিত্য চোপড়ার ঘরনী৷ একরত্তি মেয়ে আদিরাই এখন বলিউড অভিনেত্রীর ধ্যানজ্ঞান৷ কিন্তু এখন মুম্বই ছেড়ে প্যারিস পাড়ি জমাচ্ছেন রানি৷

Rani Mukerji, daughter Adira shift base to Paris
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 26, 2016 6:29 pm
  • Updated:September 12, 2019 4:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মু্ম্বই ছেড়ে দিচ্ছেন রানি মুখোপাধ্যায়৷ মা হওয়ার পর অভিনয়ের থেকে এখন অনেক দূরে আছেন আদিত্য চোপড়ার ঘরনী৷ একরত্তি মেয়ে আদিরাই এখন বলিউড অভিনেত্রীর ধ্যানজ্ঞান৷ কিন্তু এখন মুম্বই ছেড়ে প্যারিস পাড়ি জমাচ্ছেন রানি৷

তবে শুধু একা নয়, শাশুড়ি-মা পামেলা চোপড়া, আদিরার ন্যানি এবং কুককেও সঙ্গে নিয়েছেন রানি৷ কিন্তু হঠাৎ প্যারিস কেন? আসলে রণবীর সিং এবং বাণী কাপুর অভিনীত বেফিকরের শুটিংয়ের জন্য প্যারিস শহরকেই আপাতত ঘরবাড়ি বানিয়ে নিয়েছেন আদিত্য চোপড়া৷ আদিকে সঙ্গ দিতে প্যারিসে সপরিবারে পাড়ি জমিয়েছেন রানি৷ আর কিছুদিন পর প্যারিসে যাবেন রানির বাবা-মা রাম এবং কৃষ্ণা মুখোপাধ্যায় এবং দাদা রাজাও৷ এখন দেখার কবে আবার মুম্বইযের মসনদে এসে বসেন রানি-মা৷

Advertisement

 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ