Advertisement
Advertisement

Breaking News

মেয়ে আদিরার প্রথম ছবি শেয়ার করলেন রানি

মেয়েকে সাহসি, জ্ঞানী, নম্র, বিনয়ী ও শৃঙ্খলাপরায়ণ করেই বড় করতে চান।

Rani Mukerji shares the first picture of baby Adira on her birthday
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 9, 2016 11:31 am
  • Updated:September 12, 2019 4:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রানি মুখোপাধ্যায়ের মেয়ে হওয়ার খবর তো সকলেই জানে। তবে সেই ছোট্ট আদিরাকে মিডিয়ার আলো থেকে দূরেই রেখেছিলেন এতদিন। তবে, এবার মেয়ের প্রথম জন্মদিন সকলের কৌতুহল মিটিয়ে ছোট্ট আদিরার ছবি প্রকাশ করলেন রানি নিজেই।

বরাবরই মিডিয়া থেকে নিজের ব্যক্তিগত জীবনকে দূরেই রেখেছেন তিনি। হঠাৎই ক্যামেরার ঝলক থেকে সরে প্রায় চুপিসারে বিয়ে করে নিয়েছিলেন একসময়কার বলিউডের ১ নম্বর নায়িকা। সেই রানি যে নিজের ছোট্ট আদিরাকে ক্যামেরার ঝলকানি থেকে দূরে রাখবেন সেটা আশাতীতই ছিল। হলও তাই। আদিরা তাঁর জীবনে আসার পর তিনিও খুব একটা মিডিয়ার সামনে আসেননি। দূরেই ছিলেন। বাইরের জগত থেকে দূরে মেয়েকে নিয়েই সময় কাটিয়েছেন। তবে এবার হয়ত সময় হয়েছে। ছোট্ট আদিরা দেখতে দেখতে এক বছরের পা দিল। গত বছর ঠিক এই ৯ ডিসেম্বরই মা হয়েছিলেন রানি। আর আজ ৯ ডিসেম্বর রানির সঙ্গেই আদিরার ছবি দিলেন তিনি।

Advertisement

তবে শুধু ছবিই নয়, আর পাঁচটা বাঙালির মতই আদিরাকে নিয়ে একগুচ্ছ স্বপ্ন দেখে ফেলেছেন রানি। ছোট্ট একটা চিঠিতে তাঁর ফ্যানদের সঙ্গে ভাগ করে নিলেন স্বপ্ন। চিঠিতে রানি জানিয়েছেন কীভাবে একরাতের মধ্যে তাঁর জীবন বদলে গিয়েছিল আদিরা আসার পর। মা হওয়ার স্বাদকে তারিয়ে তারিয়ে উপভোগ করছেন। আর পাঁচটা মায়ের মতই রানি জানালেন তিনি তাঁর মেয়েকে সাহসী, জ্ঞানী, নম্র, বিনয়ী ও শৃঙ্খলাপরায়ণ করেই বড় করতে চান। মা হিসাবে আদিরাকে একটা সুন্দর জীবন দিতে চান তিনি।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ