Advertisement
Advertisement

যার ছবি ভাইরাল, সে রানির মেয়েই নয়!

সবাই যেমন রানির মেয়ের ছবি দেখে অবাক হয়েছেন, তার চেয়েও বেশি অবাক হয়েছেন নায়িকা নিজে!

Rani Mukerji's daughter Adira's photos go viral. Except, it's not Adira
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 12, 2016 12:07 pm
  • Updated:July 12, 2016 12:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোলাপি অয়েল-ক্লথে শুয়ে থাকা ফুটফুটে বাচ্চা মেয়েটার ছবি ইন্টারনেটে ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। একে তো সে রানি মুখোপাধ্যায় আর আদিত্য চোপড়ার মেয়ে, তায় এই প্রথম দেখা গেল তার এতগুলো ছবি! পাশাপাশি, মেয়ের ছবি পোস্ট করা দিয়ে ইনস্টাগ্রাম করা শুরু করলেন রানি- ভক্তদের কাছে সেটাও কম পাওনার নয়!
কিন্তু মুশকিল হল অন্য জায়গায়! সবাই যেমন রানির মেয়ের ছবি দেখে অবাক হয়েছেন, তার চেয়েও বেশি অবাক হয়েছেন নায়িকা নিজে! কেন না, ওগুলো আদিরার ছবিই নয়। সব চেয়ে বড় কথা, রানি ইন্সটাগ্রামে অ্যাকাউন্ট খোলেননিও!

rani1_web

Advertisement

এই সেই ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ছবি

Advertisement

বিব্রত নায়িকার তরফ থেকে তাই স্পষ্ট বিবৃতি দেওয়া হয়েছে সংবাদমাধ্যমকে। রানির মুখপাত্র জানিয়েছেন, যার ছবি ভাইরাল হয়েছে, সে আদিরা নয়। পাশাপাশি, রানি মুখোপাধ্যায় আগেও যেমন সোশ্যাল মিডিয়ায় ছিলেন না, এখনও নেই। ‘আইঅ্যামরানিমুখার্জি’ নামের যে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন সবাই, ওটা নকল অ্যাকাউন্ট! রানি কোনও অ্যাকাউন্ট খোলেননি ইন্সটাগ্রামে!
বোঝো কাণ্ড!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ