সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ছ’বছর তাঁরা ডেট করেছিলেন। তারপর বিয়ের সিদ্ধান্ত নেন। ১৪ ও ১৫ নভেম্বর গাঁটছড়া বাঁধেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। কিন্তু সম্প্রতি রোহিত শেট্টি দাবি করেছেন রণবীর আর দীপিকার বিয়ের কৃতিত্বটা নাকি তাঁর। তিনি ছিলেন বলেই নাকি দু’জনের প্রেম পূর্ণতা পেল।
আর সপ্তাহখানেক পরেই মুক্তি পাবে রোহিত শেট্টির ‘সিম্বা’। সেই ছবির প্রচারে এসেই একথা বলেন রোহিত শেট্টি। রণবীরকে সরাসরি তিনি বলেন, “তোমার বিয়েতে আমার খুব বড় অবদান আছে।” কিন্তু হঠাৎ কেন এমন বললেন তিনি? পরিচালক দাবি করেছেন, রণবীরকে দীপিকার কাছে আসতে তিনিই নাকি সাহায্য করেছেন সবচেয়ে বেশি। তাঁর ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’-এ নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন দীপিকা। ফলে প্রায়দিনই তাঁর শুটিং থাকত। আর দীপিকার শুটিং থাকলেই সেটে এসে উপস্থিত হতেন রণবীর সিং। দীপিকার সঙ্গে কথা বলার ছুঁতো খুঁজতেন। আর সেই সুযোগটাই নাকি করে দিতেন রোহিত। তাঁর জন্যই দীপিকার সঙ্গে প্রেম করতে পারতেন রণবীর, এমনই দাবি পরিচালকের।
[ ইশার বিয়েতে খাবার পরিবেশন করছেন অমিতাভ-আমির, ভিডিও ভাইরাল ]
১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে বিয়ে করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। কোঙ্কনি ও সিন্ধ্রি, দুই মতেই বিয়ে করেন তাঁরা। বিয়ে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয় লেক কোমোতে৷ বিয়ের ছবি যাতে কোনওভাবেই বাইরে প্রকাশ না পায় সেই জন্য আসরে মোবাইল নিয়ে যাওয়ার অনুমতি ছিল না৷ সূত্রের খবর, বিয়ের আসরে উপস্থিত ছিলেন দু’জনের পরিবারের কাছের আত্মীয় ও সদস্যরা৷ দুই পরিবারের ৩০ থেকে ৪০ জন আত্মীয়ের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ে৷
এরপর বিয়ের রেশ কাটিয়ে কাজে ফিরেছেন রণবীর ও দীপিকা দু’জনেই। কিন্তু নতুন বিয়ের গন্ধ এখনও কারও গা থেকে যায়নি। বিয়ের পর ‘সিম্বা’ ছবিটিই রণবীরের প্রথম ছবি। তাই আগে রণবীরকেই শুটিং ফ্লোরে পা রাখতে হয়েছে৷
[ দিদির পর বোন? বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পরিণীতি! ]