BREAKING NEWS

১৬ চৈত্র  ১৪২৯  শুক্রবার ৩১ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

ফের অনস্ক্রিনে বজরঙ্গি-মুন্নি জুটি

Published by: Sangbad Pratidin Digital |    Posted: August 24, 2016 7:36 pm|    Updated: August 24, 2016 7:36 pm

Salman Khan & Harshaali Malhotra is set to work together again

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বজরঙ্গি ভাইজান-এর মুন্নিকে নিশ্চয়ই মনে আছে? মনে না থাকার কোনও কারণও নেই৷ ছবিতে কোনও কথা না বলেই কোটি কোটি সিনেপ্রেমীর মন জয় করে নিয়েছিল মিষ্টি মুখের ছোট্ট হর্ষালি মালহোত্রা৷ সলমন খানের স্টারডমকে রীতিমতো টেক্কা দিয়েছিল বি-টাউনের এই খুদে অভিনেত্রী৷ অনস্ক্রিনে ঝড় তোলার পর ‘মামা-ভাগ্নি’র অফস্ক্রিন সম্পর্কও আরও মজবুত হয়েছে৷ বছর ঘুরে গেলেও নানা দুষ্টু-মিষ্টি কারণে হামেশাই সংবাদের শিরোনামে থাকে সে৷ সোশ্যাল মিডিয়ায় এখন হর্ষালির ফ্যানের সংখ্যাও নেহাত কম নয়৷ সলমন-মুন্নি জুটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল৷ ফের একসঙ্গে কাজ করতে চলেছে মামা-ভাগ্নি৷

না, আপাতত ‘বজরঙ্গি ভাইজান পার্ট টু’ আসার কোনও খবর নেই৷ আসলে একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করছে হর্ষালি ও তার সলমন আঙ্কল৷ দাবাং খানের সঙ্গে শুটিং করার খবরটি হর্ষালি নিজেই জানিয়েছে৷ ফেসবুকে সলমনের সঙ্গে একটি ছবি পোস্ট করে সে লিখেছে, “সারপ্রাইজ, সারপ্রাইজ, সারপ্রাইজ৷ খুব তাড়াতাড়ি আসছি!”

তিনঘণ্টার লম্বা ছবিতে হয়তো এখনই সলমন ও হর্ষালিকে দেখা যাবে না৷ তবে টিভি খুললেই এই জুটিকে দেখতে পাওয়ার মজাই বা কম কীসের?

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে