Advertisement
Advertisement

Breaking News

পাক শিল্পী ইস্যুতে রাজ ঠাকরেকে ফোন সলমনের

শান্তিপূর্ণভাবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘রইস’-এর মুক্তির আর্জি ভাইজানের৷

Salman Khan requests Raj Thackery to let 'ADHM', 'Raees' release peacefully
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 28, 2016 3:10 pm
  • Updated:August 10, 2022 12:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি পরবর্তী ভারত-পাক সম্পর্কের প্রভাব বলিউডেও পড়েছে৷ পাকিস্তানের শিল্পীদের দেশ ছাড়ার ফতোয়া জারি করেছিল রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)৷ শোনা গিয়েছিল, ফতোয়ার জেরে নাকি নিজ দেশে ফিরতে শুরু করেছিলেন ফওয়াদ ও মাহিরা খানরা৷

এদিকে প্রযোজকদের মাথায় হাত৷ ফওয়াদ-মাহিরাদের সিনেমায় যে কোটি কোটি টাকা লগ্নি হয়ে রয়েছে৷ তার কী হবে? ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ফওয়াদ, আর মাহিরা ‘রইস’-এ কিং খানের বিপরীতে রয়েছেন৷ পাক শিল্পীদের নিয়ে দ্বিধাবিভক্ত বি-টাউনে অবতীর্ণ হয়েছেন স্বয়ং ‘সুলতান’ সলমন৷

Advertisement

এক বেসরকারি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সলমন নাকি নিজে রাজ ঠাকরেকে ফোন করেছিলেন৷ ফোনে শান্তিপূর্ণভাবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘রইস’-এর মুক্তির আর্জি জানিয়েছেন তিনি৷ নিজে এই দুই সিনেমার অংশ না হলেও বলিউডের লাভের কথা চিন্তা করেই ভাইজান এই সুপারিশ করেছেন বলে জানা গিয়েছে৷

Advertisement

পাক শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের নবাব সইফ আলি খানও৷ তাঁর মতে, বি-টাউন সারা বিশ্বের শিল্পীদের জন্য উন্মুক্ত৷ আর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সরকারেরই আছে৷

picmonkey_collage_1475045513_725x725

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ