BREAKING NEWS

৩ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘রেস’-এর ময়দানে এবার নয়া সিকান্দার সলমন, ট্রেলারেই নজর কাড়লেন ভাইজান

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 15, 2018 10:37 pm|    Updated: May 15, 2018 10:37 pm

Salman Khan starrer Race 3 trailer released

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাঁরা ‘রেস’ ছবির প্রথম দুটি ছবি দেখেছেন, তাঁরা সেই ছবির উত্তেজনা, গতি, সাসপেন্সের বিষয়ে বেশ ভালই ওয়াকিবহাল। আর সেই অ্যাকশন ও থ্রিলকেই ধরে রাখলেন ‘রেস থ্রি’-র পরিচালক রেমো ডিসুজা। ছবির ট্রেলার অন্তত তেমন আভাসই দিয়ে রাখল।

মঙ্গলবার এক্কেবারে অন্য ঢঙে ছবির ট্রেলার প্রকাশ্যে আনলেন সলমন খান। টুইট করে প্রথমে তিনি লেখেন, দেখে নিন ‘রেস’ ছবির ট্রেলার। ক্লিক করতেই দেখা যায় তা ২০০৮ সালে মুক্তি পাওয়া প্রথম রেস ছবিটির ট্রেলার। আবার খানিকক্ষণ পর আরেকটি ট্রেলার পোস্ট করেন তিনি। এবারও দেখা মেলে না দাবাং খানের। ব্যাপারটা কী? সেটি আসলে ‘রেস টু’ ছবির ট্রেলার। যেখানে সইফ আলি খানই ছিলেন সর্বেসর্বা। ভক্তদের কৌতূহল যখন তুঙ্গে, তখন অবশেষে নিজের ছবির ট্রেলার প্রকাশ করেন সলমন।

[‘কান’-এর রেড কার্পেটে পাক অভিনেত্রীকে চুম্বন সোনমের, ভাইরাল ছবি]

‘টাইগার জিন্দা হ্যায়’-র পর ফের অ্যাংরি ম্যান রূপেই এ ছবিতে ধরা দিতে চলেছেন তিনি। অ্যাকশনে ভরপুর ছবিতে সিকান্দারের ভূমিকায় অভিনয় করছেন বলিউড সুপারস্টার। যিনি নিজের পরিবারকে রক্ষা করতে সবকিছু করতে প্রস্তুত। সলমনের ছবিতে বলিউডের মশলা মেশানো যে অ্যাকশান-ড্রামা দেখতে দর্শকরা ভালবাসেন, এখানে তার কোনও ঘাটতি হবে না। এবারের পর্বে সইফ না থাকলেও রয়েছেন গত দুটি রেস-এর অভিনেতা অনিল কাপুর। এখানে সাকিব সালিমের বাবার ভূমিকায় দেখা যাবে তাঁকে। ‘রেস থ্রি’-র হাত ধরে অনেকদিন পর বড়পর্দায় দেখা মিলবে ববি দেওলের। তবে জ্যাকলিন ফার্নান্ডেজ ও দেজি শাহকে যেটুকু দেখা গেল, তাতে আন্দাজ করা যেতেই পারে, তাঁদের অভিনয় দর্শকদের আরও একবার নিরাশ করতে চলেছে।

[নিউ ইয়র্ক ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতা মনোজ বাজপেয়ী]

চলতি বছরে বিগ বাজেটের সবচেয়ে প্রতিক্ষীত ছবির অন্যতম ‘রেস থ্রি’। ১২০ কোটি টাকার এ ছবির পরিচালক বদলে যাওয়ার পরও ছবি ঘিরে উত্তেজনা এতটুকু কমেনি। ইদে আরও একবার ভাইজানের অ্যাকশান দেখার অপেক্ষায় তাঁর ভক্তরা। বক্স অফিসে ঝড় তুলেছিল ‘টাইগার জিন্দা হ্যায়’। সেই দৌড়ে ‘রেস থ্রি’ কতদূর এগোয় তা জানার জন্য ১৫ জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে আপাতত দেখে নিন সদ্য মুক্তি পাওয়া ছবির ট্রেলার।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে