Advertisement
Advertisement

এবার পর্দায় গোয়েন্দাগিরি করবেন সলমন! তুঙ্গে চর্চা

কোন ছবি জানেন?

Salman Khan to play a detective
Published by: Tanujit Das
  • Posted:February 7, 2019 3:48 pm
  • Updated:February 7, 2019 3:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়েন্দা সিও দো-ছেওলের নাম শুনলে আতঙ্কে হাত-পা কাঁপতে থাকে অপরাধীদের৷ কারণ তাঁর মতো কঠোর ও নির্দয় মানুষ নাকি খুঁজে পাওয়া খুব মুশকিল৷ এখন প্রশ্ন, এই গোয়েন্দা সিও দো-ছেওল কে? যাঁরা বিদেশি ছবি দেখেন তাঁদের সঙ্গে এনার পরিচয় থাকতে পারে৷ কিন্তু যাঁরা দেখেন না, তাঁদের সঙ্গে এনার পরিচয় করিয়ে দেওয়া দরকার৷ এই গোয়েন্দা সিও দো-ছেওল হল, দক্ষিণ কোরিয়ার বিখ্যাত সিনেমা ‘ভেটেরন’এর মুখ্য চরিত্রের নাম৷ যার রিমেক এবার তৈরি হবে ভারতে৷ সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভাইজান সলমন খানকে৷ পেশির বদলে মগজাস্ত্র দিয়ে এবার ক্লাইম্যাক্সে পৌঁছবেন সল্লু মিঞা।

[নেটদুনিয়ায় সমালোচিত ‘গাল্লি বয়’, কী এমন করলেন রণবীর? ]

Advertisement

‘হিরোস’ হোক বা ‘এক থা টাইগার’ অথবা ‘টাইগার জিন্দা হ্যায়’৷ সেনা জওয়ান থেকে শুরু করে ‘র’ এজেন্ট৷ ইতিমধ্যে সলমনকে এই চরিত্রগুলিতে দেখে ফেলেছেন তাঁর অনুগামীরা৷ এবার পালা গোয়েন্দা চরিত্রে তাঁদের প্রিয় নায়ককে দেখার৷ সূত্রের খবর, ছবিটি প্রযোজনা করছে রিয়েল লাইফ প্রোডাকশন নামের প্রযোজনা একটি সংস্থা৷ ছবিটি পরিচালনা করতে পারেন সলমনের জামাই বাবু অতুল অগ্নিহোত্রী৷ ছবিটি তারকাখচিত হতে পারে বলে প্রোডাকশন হাউস সূত্রে খবর৷ এই ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে বলিউডের এক ঝাঁক তারকাকে৷ নাম উঠে আসছে ক্যাটরিনা কাইফ,দিশা পাটানি, টাব্বু, নোরা ফাতেহি, বরুণ ধাওয়ান, সুনীল গ্রোভারের৷

Advertisement

[বাইশ গজের গল্প নিয়ে আসছে ‘২২ ইয়ার্ডস’]

বর্তমানে ‘ভারত’এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সলমন৷ সূত্রের খবর, এই ছবির কাজ শেষ করে ‘দাবাং থ্রি’-র শুটিং শুরু করবেন তিনি৷ তারপরেই শুরু হতে পারে এই ছবির কাজ৷ ছবির নাম ও রিলিজ ডেট এখনও ঠিক হয়নি৷ তবে ২০২১এর আগে হচ্ছে না বলেই প্রোডাকশন হাউস সূত্রে জানা গিয়েছে৷ এখন ‘ভাইজান’কে গোয়েন্দা চরিত্রে দেখার জন্য মুখিয়ে তাঁর ফ্যান ক্লাব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ