সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা শাহরুখ খান নাকি প্রযোজক শাহরুখ খান, কে বেশি সফল? যদিও দু’জনের কাজের সময়কালে বিস্তর ব্যবধান, কিন্তু তাও প্রযোজক শাহরুখ যেন সম্প্রতি টেক্কা দিচ্ছেন অভিনেতা শাহরুখকে। বক্স অফিসে সাফল্য পাচ্ছেন না এই সুপারস্টার। তবে প্রযোজক হিসাবে বেশ সফল। ছবি মুক্তির আগেই বিজ্ঞাপন থেকে শুরু করে ছবির টেলিভিশন স্বত্ত্ব- সবমিলিয়ে প্রযোজক হিসাবে কয়েক কোটি টাকা ব্যবসা করে ফেলেন তিনি। এবার প্রযোজক হিসাবে আরও একধাপ এগোলেন কিং খান।
[এবার সলমনের পথে হাঁটলেন রণবীর কাপুর]
শাহরুখ জুটি বাঁধলেন অনলাইন ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট নেটফ্লিক্সের সঙ্গে। শাহরুখের প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পাওয়া সমস্ত ছবিই এবার দেখা যাবে নেটফ্লিক্সের ওয়েবসাইটে। তবে শুধু বড়পর্দায় মুক্তিপ্রাপ্ত ছবি নিয়েই ভাবছেন না শাহরুখ। এবার ওয়েব সিরিজের কথাও ভাবছেন তিনি। বাড়িতে বসেই এখন ওয়েবসাইটে সিনেমা দেখতে পছন্দ করে জেনওয়াই। আর তাই বাড়ছে ওয়েব সিরিজের চাহিদা। আর সেই কথা মাথায় রেখেই বিভিন্ন প্রযোজকরা শুধুমাত্র অনলাইনেই রিলিজ করছেন বেশ কিছু ছবি। এবার সেই পথেই হাঁটার পরিকল্পনা নিয়েছেন কিং খান। তবে এ ব্যাপারে এখনও সেভাবে বিশেষ কিছু ভেবে উঠতে পারেননি তিনি। ভাল গল্পের সন্ধানে রয়েছেন । কোনও ভাল গল্প পেলেই এবার ওয়েব প্ল্যাটফর্মের জন্যই ছবি তৈরি করতে চান শাহরুখ।
[করণের ব্যাগের দাম শুনে চমকে উঠতে পারেন আপনি]