BREAKING NEWS

০৫ জ্যৈষ্ঠ  ১৪২৯  রবিবার ২২ মে ২০২২ 

READ IN APP

Advertisement

Advertisement

ম্যাগাজিনের ফটোশুটে অভিষেক সুহানার, কী বললেন শাহরুখ-গৌরী?

Published by: Sayani Sen |    Posted: August 1, 2018 6:06 pm|    Updated: August 1, 2018 6:06 pm

Sharukh's daughter Suhana on Vogue's cover

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড তারকাদের সন্তানদের নিয়ে মাতামাতি নতুন কোনও ব্যাপার নয়৷ তা যদি আবার হয় কিং খানের সন্তান৷ তাই সুহানাকে নিয়েও চর্চা কম হয়নি বলি জগতে৷ রূপোলি পর্দায় পা রাখতে চলেছেন সুহানা৷ বলি মহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল সেই গুঞ্জন৷ চর্চা চলছিল, করণ জোহরের মতো বড় পরিচালকের হাত ধরেই নাকি সিনে দুনিয়ায় ডেবিউ হতে চলেছে শাহরুখ-কন্যার৷ এখনও যদিও সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি৷ তবে এরই মধ্যে ফটোশুট করে ফেললেন সুহানা৷

 

[জন্মদিনে ‘ট্রাজেডি ক্যুইন’ মীনা কুমারীকে শ্রদ্ধা গুগল ডুডলের]

ভোগ ম্যাগাজিনের কভার পেজে অভিষেক হয়েছে সুহানার৷ অগোছালো চুল, চোখের মায়া ও ঔজ্জ্বল্য যেন ফুটে উঠছে কিং খানের মেয়ের চোখে মুখে৷ এটাই যে তার প্রথম ফটোশুট তা ছবি দেখে বোঝার কোনও অবকাশ নেই৷ নিজের মেয়েকে দেখে বেজায় খুশি বাবা৷ ম্যাগাজিন লঞ্চ করলেন শাহরুখ নিজেই৷ ভোগ ম্যাগাজিনের কভার পেজের ছবি টুইটও করেন কিং খান৷ টুইটে তিনি লেখেন, ‘‘মনে হল, আরও একবার সুহানাকে কোলে তুললাম৷’’ ভোগকে ধন্যবাদও জানান শাহরুখ৷ ভার্চুয়ালি মেয়েকে ভালবাসা ও অভিনন্দনও জানান তিনি৷

[‘দিলবর’ গানে দুই ‘দঙ্গল’-কন্যার নাচ, ভিডিও মন কাড়ল নেটিজেনদের]

[‘আট মাস কাজ পাইনি’, কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক অদিতি]

শুধু বাবাই নয়৷ মডেলিং জগতে মেয়ের অভিষেকে গর্বিত মা গৌরী খান৷ নিজের টুইটার হ্যান্ডেলে ম্যাগাজিনের ফটোশুটের ভিডিও পোস্ট করেন তিনি৷ বাদশা ঘরণীর পোস্ট করা ভিডিওটি প্রায় ১ মিনিট ২৯ সেকেন্ডের৷ ফটোশুটের নানা ভঙ্গিতে ফুটে উঠেছে অষ্টাদশী সুহানার গ্ল্যামার৷ চোখের জাদুতে ইতিমধ্যেই বহু মানুষের মন ছুঁয়েছে এই নিউ কামার৷

[অক্ষয়ের বদলে গুলশন কুমারের বায়োপিকে দেখা যাবে রণবীরকে?]

কিং খানের মতোই নিজের মেয়ের ছবি টুইটও করেছেন গৌরী৷ ভোগ ম্যাগাজিন কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন তিনি৷ গৌরী লেখেন,‘‘একটা নতুন যুগের সূচনা হল৷ সুহানার সঙ্গে পরিচিত হন৷’’

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে