সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরফান খানের পর এবার সোনালি বেন্দ্রে। মারণরোগ থাবা বসিয়েছে আরও এক বলিউডবাসীর শরীরে। ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী৷ ইনস্টাগ্রামে ফলোয়ারদের নিজেই একথা জানান তিনি৷ আপাতত চিকিৎসার জন্য নিউ ইয়র্কে রয়েছেন সোনালি৷
[‘রহস্য রোমাঞ্চ সিরিজ’-এ বাজিমাতের অপেক্ষায় প্রিয়াঙ্কা-রুদ্রনীল-বিশ্বনাথরা]
ইনস্টাগ্রামে নায়িকা লেখেন, ‘‘সদ্যই আমার ক্যানসার ধরা পড়েছে৷ নানা পরীক্ষা-নিরীক্ষার পরই এই রোগের কথা জানতে পারি৷ আশাও করতে পারিনি জীবনে এমন ধাক্কা আসবে৷ তবে কঠিন পরিস্থিতিতে যুদ্ধের জন্য তৈরি আছি৷’’ ৪৩ বছর বয়সী অভিনেত্রীর কঠিন সময়ে পাশে থাকার জন্য আপনজনদের ধন্যবাদ জানিয়েছেন৷ অভিনেত্রী লেখেন,‘‘আমার পরিজন এবং কাছের বন্ধুরা আমাকে ঘিরে রয়েছে৷ আমি সত্যিই আশীর্বাদধন্য যে এতটা পাশে পেয়েছি সকলকে৷ প্রত্যেকের সমর্থন ও ভালবাসাই আমাকে এই লড়াইয়ে অংশ নিতে সাহস জোগাচ্ছে৷’’
মুম্বইতে জন্মের পর সেখানেই বেড়ে ওঠা সোনালির৷ নব্বইয়ের দশকে মডেল হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি৷ ১৯৯৪ সালে গোবিন্দার বিপরীতে ‘আগ’ সিনেমায় ডেবিউ সোনালির৷ যদিও বক্স অফিসে সেভাবে সাড়া জাগাতে পারেনি ‘আগ’৷ ইতিমধ্যেই বিজ্ঞাপনের দুনিয়ায় নিজের জমি দখল করে নেন সোনালি৷ তারপরই জীবনের মোড় ঘোরে৷ একের পর এক নানা সিনেমায় দর্শকের মন জয় করতে শুরু করে দেন অভিনেত্রী৷ তাঁর অবিনয় মুগ্ধ করেছে দর্শকের৷ বলিউডের পাশাপাশি তেলুগু সিনেমাতেও নিজেকে প্রমাণ করেছেন সোনালি৷ ‘কাল হো না হো’ সিনেমায় ক্যানসারের চিকিৎসকের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে৷ এবার নিজেই সেই কঠিন রোগের শিকার৷ সোনালির ইনস্টাগ্রাম পোস্ট দেখে হতাশ ফলোয়াররা৷ শোকস্তব্ধ গোটা বলিউড৷
[আশঙ্কাই সত্যি হল, ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা নিজেই জানালেন ইরফান]
সম্প্রতি একটি খোলা চিঠিতে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা জানান ইরফান খান৷ আপাতত লন্ডনে রয়েছেন অভিনেতা৷ সেখানেই চিকিৎসা চলছে তাঁর৷ এর আগে বলিউড অভিনেত্রী মণীশা কৈরালাও আক্রান্ত হয়েছিলেন ক্যানসারে৷ কঠিন রোগের লড়াই করে জয়ী হয়েছেন তিনি৷ সোনালির ক্ষেত্রেও তোমনটাই আশা করছেন অনুরাগীরা।