Advertisement
Advertisement

হবু বরকে আলিঙ্গন করে মেহেন্দি অনুষ্ঠানে সোনমের নাচ, দেখুন ভিডিও

মেয়ের বিয়েতে ঠুমকা লাগালেন অনিল কাপুরও।

Sonam Kapoor wedding: See bride's fabulous dance
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 7, 2018 2:35 pm
  • Updated:May 7, 2018 2:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর লুকোছাপা নেই। ‘বিগ ফ্যাট বলিউড ওয়েডিং’ শুরু হয়ে গিয়েছে কাপুর পরিবারে। ছাদনাতলায় বসার প্রস্তুতি শেষ। শুরু হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠান। একেবারে পারফেক্ট পাঞ্জাবি কনের মতো বিয়েতে প্রাণবন্ত ও উচ্ছ্বল সোনম কাপুর। প্রায় গোটা হাতে ভরতি মেহেন্দি। ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে গান। তাতেই দিব্যি ঠুমকা লাগাচ্ছেন হাত বাঁচিয়ে।

#SonamKapoor dancing at her mehendi. Follow @bollywoodirect For More Updates. . . . . . . . #bollywood #bollywoodirect #rheakapoor #anilkapoor #arjunkapoor #wedding #indianwedding #sonamkishaadi #everydayphenomenal #bollywoodstyle #bollywoodactress #bollywoodfashion #bollywoodactor #bollywoodwedding #video #instavideo #anandahuja #weddinggoals #couplegoals #weddingbells #glamour #fashion #dance #instadance #bride #groom #bridesmaids

Advertisement

A post shared by Bollywoodirect (@bollywoodirect) on

[বিয়ের অনুষ্ঠানে এই পোশাকেই সেজে উঠবেন সোনম?]

গোটা কাপুর পরিবার এক ছাদের তলায়। অর্জুন, অংশুলা, জাহ্নবী, খুশি, রিয়া সকলেই শামিল পরিবারের প্রথম বিয়েতে। বরাবরই ফ্যাশন সচেতন সোনম। মেহেন্দির অনুষ্ঠানেও সকলের পরনে হালকা রঙের পোশাক। হালকা গোলাপি রংয়ের শেরওয়ানি পরে হবু বর আনন্দকে দেখেই জড়িয়ে ধরলেন সোনম। আবার মন দিলেন নাচে।

 

[মিমি বা রুক্মিনী নয়, দেবের নতুন ছবির নায়িকা এই অভিনেত্রী]

মেয়ের বিয়ে বলে কথা! বাবা অনিল কাপুর নাচবেন না তা কি হয়? সাদা পোশাকে কোমর দোলাতে দেখা গেল অভিনেতাকে। চোখেমুখে খুশির ঝলক ছিল স্পষ্ট।

 

মেহেন্দির পরই সংগীত। আর সংগীতের পরই শাস্ত্রমতে এক হবেন সোনম-আনন্দ। নিমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বলিউডের হুজ হু-রা। তবে বিরাট-অনুষ্কা ও দীপিকা-প্রিয়াঙ্কা এ নেমন্তন্ন রক্ষা করতে পারবেন না। অবশ্য অনেকেই মুখিয়ে রয়েছে নায়িকা-ব্যবসায়ীর এ নয়া জুটিকে একসঙ্গে দেখার জন্য।

[ঘোঁতনের জীবনে ‘রেনবো জেলি’র রহস্য নিয়ে হাজির ‘পরি পিসি’, তারপর…]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement