Advertisement
Advertisement

Breaking News

অস্কারের জৌলুস ছাপিয়ে বাংলা মাতল ফিল্মফেয়ারের ছন্দে

জানেন, আপনার প্রিয় টলি তারকাদের কার ভাগ্যে জুটল ব্ল্যাক লেডি? কারাই বা মাতালেন রেড কার্পেট?

Surpassing Oscar frenzy Filmfare mania grips Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 27, 2017 2:13 pm
  • Updated:February 27, 2017 2:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব জুড়ে যখন অস্কারের জমকালো আয়োজন, শহর কলকাতা তখন মেতেছিল ফিল্মফেয়ারের ছন্দে৷ গতবারের ধারা মেনেই পূর্বে বসেছিল ‘জিও ফিল্মফেয়ার’-এর আসর৷ রেড রেডকার্পেটে ছিল চাঁদের হাট৷ কালো-সাদার মেলবন্ধনে দ্যুতি ছড়িয়েছিলেন টলিপাড়ার বাসিন্দারা৷ কেউ এসেছিলেন ফর্ম্যাল ওয়্যারে, কেউ তুলে ধরেছিলেন সাবেকিয়ানা৷

Filmfare-1

Advertisement

মিলল অভিজ্ঞতার দামও৷ দক্ষতার ঝুলিতে আগমন ঘটল ব্ল্যাক লেডির৷ প্রাক্তন-বর্তমান মিলিয়ে জয় হল সিনেমাওয়ালার৷ দেখে নিন সেই তালিকা –

Advertisement
  • সেরা ছবি – সিনেমাওয়ালা
  • সেরা পরিচালক – কৌশিক গঙ্গোপাধ্যায় (সিনেমাওয়ালা)
  • সেরা অভিনেতা – প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শঙ্খচিল)
  • সেরা অভিনেত্রী – স্বস্তিকা মুখোপাধ্যায় (সাহেব বিবি গোলাম)
  • সেরা সম্পাদনা – সঞ্জীব দত্ত (সাহেব বিবি গোলাম)
  • সেরা সাউন্ড ডিজাইন – অনির্বাণ সেনগুপ্ত (শঙ্খচিল)
  • সেরা প্রোডাকশন ডিজাইন – ধনঞ্জয় মণ্ডল (সিনেমাওয়ালা)
  • সেরা নেপথ্যসঙ্গীত – নীল অধিকারী (সাহেব বিবি গোলাম) 
  • সেরা কোরিওগ্রাফি – বাবা যাদব (সেলফি – অভিমান)
  • সেরা সিনেম্যাটোগ্রাফি – গৈরিক সরকার (সাহেব বিবি গোলাম)
  • সেরা অরিজিনাল স্টোরি –  কৌশিক গঙ্গোপাধ্যায় (সিনেমাওয়ালা)
  • সেরা চিত্রনাট্য – প্রতীম ডি গুপ্ত (সাহেব বিবি গোলাম)
  • সেরা সংলাপ – শুভময় চট্টোপাধ্যায় (চোলাই)
  • সেরা সহ-অভিনেতা – অনির্বাণ ভট্টাচার্য (ঈগলের চোখ) এবং ঋত্বিক চক্রবর্তী (সাহেব বিবি গোলাম)
  • সেরা সহ অভিনেত্রী – অপরাজিতা আঢ্য (প্রাক্তন)
  • সেরা মিউজিক অ্যালবাম – অনুপম রায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায় (প্রাক্তন)
  • সেরা গীতিকার – অনুপম রায় (তুমি যাকে ভালবাস – প্রাক্তন)
  • সেরা সঙ্গীতশিল্পী (পুরুষ) – নচিকেতা চক্রবর্তী (এক পুরনো মসজিদে – জুলফিকর)
  • সেরা সঙ্গীতশিল্পী (মহিলা) – ইমন চক্রবর্তী (তুমি যাকে ভালবাস – প্রাক্তন)
  • সেরা ডেবিউট ফিল্ম – অন্তর্লীন ও ষড়রিপু
  • সেরা নবাগত অভিনেতা – যশ দাশগুপ্ত (গ্যাংস্টার)
  • সেরা ছবি (ক্রিটিকস চয়েস) – চোলাই
  • সেরা অভিনেতা (ক্রিটিকস চয়েস)- পরাণ বন্দ্যোপাধ্যায় (সিনেমাওয়ালা)
  • সেরা অভিনেত্রী (ক্রিটিকস চয়েস) – ঋতুপর্ণা সেনগুপ্ত (প্রাক্তন)
  • লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড – সুপ্রিয়া দেবী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ