Advertisement
Advertisement

পর্দায় ফিরছে ‘চৌরঙ্গী’র নস্ট্যালজিয়া, ফের সৃজিতের সিনেমায় স্বস্তিকা!

আবার একসঙ্গে ‘জাতিস্মর’ জুটি!

Swastika Mukherjee to act in Srijit Mukherji’s Chowringhee!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 14, 2018 9:14 pm
  • Updated:June 14, 2018 9:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সৃজিতের সিনেমায় দেখা যেতে পারে স্বস্তিকাকে৷ টলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে এই খবর৷ ‘জাতিস্মর’-এর পর আবার জুটি বাঁধছেন পরিচালক-নায়িকা৷ শংকরের বিখ্যাত উপন্যাস ‘চৌরঙ্গী’-কে পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়৷ সূত্রের খবর মানলে, ছবিতে করবী গুহর চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে৷

[শাহরুখ-সলমন ম্যাজিকে মুগ্ধ করল ‘জিরো’র নয়া টিজার]

Advertisement

ছয়ের দশকে চৌরঙ্গী লিখেছিলেন শংকর৷ যে উপন্যাসে পাঁচের দশকের কলকাতাকে ফুটিয়ে তোলা হয়েছে৷ সে সময়ের অন্যতম জনপ্রিয় এই উপন্যাসকে ৬৮ সালে পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক পিনাকী ভূষণ মুখোপাধ্যায়৷ ছবিতে মুখ্য চরিত্র শংকর হিসেবে দেখা গিয়েছিল শুভেন্দু চট্টোপাধ্যায়কে৷ তবে সাটা বোসের চরিত্রে উত্তমকুমার আজও দর্শকদের মনে রয়ে গিয়েছেন৷ আর করবী গুহর চরিত্রে ছিলেন সুপ্রিয়া দেবী৷ শোনা গিয়েছে, প্রথমে করবীর চরিত্র করার কথা ছিল জয়া আহসানের৷ কিন্তু পরে আবার স্বস্তিকার নাম উঠে আসে৷

Advertisement

[গৌরী লঙ্কেশের আততায়ীদের পরবর্তী টার্গেট ছিলেন গিরিশ!]

পরিচালক জানিয়েছিলেন, নতুন এই ছবি শংকরের উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হবে৷ এর সঙ্গে ৬৮-র সিনেমার কোনও মিল থাকবে না৷ সূত্রের খবর, নতুন সিনেমার সাটা বোস হিসেবে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে৷ আর শংকর হিসেবে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে৷ মমতাশংকর হবেন সোশ্যালাইট মিসেস পাকড়াশি৷ তার ছেলে অনিন্দ্যর চরিত্র ফুটিয়ে তুলবেন যিশু সেনগুপ্ত৷ মার্কোপোলো হিসেবে অঞ্জন দত্তকে ভাবা হয়েছে৷

২০১৩ সালে ‘মিশর রহস্য’৷ তার পরের বছর ‘জাতিস্মর’৷ স্বস্তিকার সঙ্গে পরপর দু’টি হিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন সৃজিত৷ ‘জাতিস্মর’ আবার চারটি জাতীয় পুরস্কারও পেয়েছিল৷ কিন্তু তারপর থেকে পরিচালক ও নায়িকাকে একসঙ্গে দেখা যায়নি৷ তবে ‘চৌরঙ্গী’-তে যদি এ জুটির প্রত্যাবর্তন হয় তাহলে তা বাংলা সিনেমার পক্ষেই ভাল হবে বলে মনে করছেন অনেকে৷

[শুটিং ভুলে বিশ্বকাপে মেতেছেন টলিউডের নায়করা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ