Advertisement
Advertisement

Breaking News

পাক অভিনেতার পাশে দাঁড়িয়ে ট্রোলড তাপসী পান্নু

কী বললেন অভিনেত্রী?

Taapsee Pannu backs Ali Zafar om Imran Khan
Published by: Sandipta Bhanja
  • Posted:March 1, 2019 3:20 pm
  • Updated:March 1, 2019 3:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পিংক’ জুটি অমিতাভ-তাপসীর ‘বদলা’ আপাতত দিন গুনছে মুক্তির অপেক্ষায়। ফার্স্টলুক মুক্তি পেয়েছে অনেক আগেই। আর সুজয় ঘোষ পরিচালিত এই ছবি মুক্তির প্রাক্কালেই অভিনেত্রী তাপসীর মন্তব্যকে ঘিরে নেটদুনিয়া উত্তাল হল সমালোচনায়। কারণ? তাপসী নাকি সোচ্চার হয়েছেন পাক অভিনেতা আলি জাফরের ট্রোলের বিরুদ্ধে।

দিন দুয়েক আগেই প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করে ট্রোলের স্বীকার হয়েছিলেন পাকিস্তানি অভিনেতা আলি জাফর। পুলওয়ামা ইস্যুর পর দুই প্রতিবেশী দেশের বিনোদন জগতেও বয়ে গিয়েছে বেশ ঝড়। একের পর এক বিদ্রুপের তীর এদিক-ওদিক হয়েছে। জঙ্গি হানার কড়া সমালোচনা করে বলি তারকারাও একের পর এক পোস্ট হাঁকিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। অনুপম খের, পরেশ রাওয়াল, স্বরা ভাস্কর থেকে অক্ষয় কুমার তোপ দেগেছেন সবাই। বাদ যাননি ‘পিংক’ খ্যাত অভিনেত্রী তাপসী পান্নুও। তবে, শিল্পী হয়ে আরেক শিল্পীকে নিয়ে অযথা সমালোচনা বোধহয় তাপসীর নাপসন্দ। আর তাই যখন আলি জাফরকে নিয়ে গোটা দেশ ট্রোলে মাতোয়ারা, এমনকী স্বয়ং পরেশ রাওয়ালও ট্রোল করা থেকে বাদ যাননি, সেক্ষেত্রে সোচ্চার হয়েছেন অভিনেত্রী।

Advertisement

[পর্দায় স্বপ্না বর্মনের বায়োপিক, সোনার মেয়ের চরিত্রে কোন অভিনেত্রী জানেন?]

Advertisement

সম্প্রতি এক ইন্টারভিউতে তাপসী জানিয়েছেন, “ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আলিকে তো ইতিমধেই ব্যান করে দেওয়া হয়েছে। আর আমরা সকলেই অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তকে সমথর্ন জানিয়েছি।”

“আচ্ছা কেমন হত যদি আমি আমার দেশকে সমর্থন করে পোস্ট করার জন্য পাকিস্তানের কাছে ট্রোলের স্বীকার হতাম! আর আলি যদি নিজের দেশের প্রধানমন্ত্রীকে সমর্থন না করেন, তাহলে তো সে দেশের লোকজনদের থেকেও রেহাই পাবেন না। তাছাড়া, আমরা নিজেদের দেশের কোনও সেলিব্রেশন থেকে বিরত থাকলে আমরাই ট্রোল হওয়া থেকে নিস্তার পাই না, সেখানে এটা তো খুব স্বাভাবিক যে আলি নিজের দেশের প্রধানমন্ত্রী এবং তাঁর সাফল্যকে সমর্থন করবে। ভারতের বিনোদন জগত থেকে ব্যান হয়ে যাওয়ার মানে তো এটা নয় যে ওঁর কেরিয়ারই শেষ হয়ে গিয়েছে। ওকে তো সেই দেশেই কাজ করে খেতে হবে! তাই সে দেশের নাগরিক হয়ে আলির সমর্থন করার মধ্যে আমি তো কোনও ভুল দেখতে পাই না। “– এমনটাই সাফ জানিয়েছেন ‘বদলা’ অভিনেত্রী।

[ফটোশুট নিয়ে বিতর্ক, নেটিজেনদের সমালোচনার শিকার সারা]

আসলে, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলা ইস্যুকে ঘিরে পাক-প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের পর আলি জাফর তাঁর প্রশংসা করে নিজের টুইটার প্রোফাইলে “বাহঃ কী স্পিচ!”– লিখে পোস্ট করেছিলেন। আর তার দিন কয়েক পরই ইন্ডিয়ান এয়ার ফোর্সের সার্জিক্যাল স্ট্রাইকের পর ট্রেন্ডুলকর নামের এক প্রোফাইল থেকে সেই টুইটার পোস্টকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল “কী দারুণ স্ট্রাইক নরেন্দ্র মোদি!” এই পোস্টকে ঘিরে আলির কোনও রকম তাপ-উত্তাপ না দেখে পরেশ রাওয়াল পাক অভিনেতার সেই পোস্টের পরিপ্রেক্ষিতে নিজের টুইটারে ঠাট্টা করে লেখেন “নাও স্পিচলেস!” আর পরেশের এহেন পোস্টের পরই নেটিজেনদের ট্রোলের স্বীকার হন আলি।

প্রসঙ্গত, ‘ডিয়ার জিন্দেগি’, ‘মেরি ব্রাদার কি দুলহন’-এর মতো বেশ কিছু বলিউডি ছবিতে অভিনয় করেছেন আলি জাফর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ