১৪ আশ্বিন  ১৪৩০  সোমবার ২ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

কুমার শানুর ছেলেকে টয়লেট চাটানোর হুমকি! বিতর্কে টেলিভিশন অভিনেতা এজাজ খান

Published by: Suparna Majumder |    Posted: November 7, 2020 4:46 pm|    Updated: November 7, 2020 4:46 pm

Bangla News of Bigg Boss 14: Gauahar Khan reacted hard as Eijaz Khan threatens Jaan Kumar Sanu that he will make him lick toilet | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিয়ালিটি শো ‘বিগ বসে’র সৌজন্যে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে জান কুমার শানু (Jaan Kumar Sanu)। এবার শানুপুত্রের পক্ষে নেটিজনদের একাংশ। রয়েছেন ‘বিগ বসে’র প্রাক্তন প্রতিযোগী গওহর খানও (Gauahar Khan)। জান কুমার শানুকে টয়লেট চাটানোর হুমকি দেওয়ায় টেলিভিশন অভিনেতা এজাজ খানকে (Eijaz Khan) তীব্র ধিক্কার জানিয়েছেন তিনি।

ঘটনাটি ঘটে রিয়ালিটি শোয়ের শুক্রবারের এপিসোডে। প্রতিযোগীদের ‘এঞ্জেলস অ্যান্ড ডেভিলস’ টাস্ক দেওয়া হয়। তারই সুযোগ নিয়ে জানকে প্রথমে সারমেয়র মতো আচরণ করতে বলেন এজাজ। এরপর তাঁকে সেভাবেই বাথরুমে নিয়ে যায়। প্রথমে টয়লেট চাটার আদেশ দেন। তাতে প্রতিবাদ জানান, টাস্কের সঞ্চালনার দায়িত্বে থাকা জাসমিন ভাসিন। বলেন, এতে জানের শরীর খারাপ হতে পারে। এরপর জানকে টয়লেট সিটের মধ্যে হাত প্রবেশ করানোর হুকুম দেন। তা করার পর সেই হাত আবার শার্টে মুছতে বলেন। জান তা করার পর হুঁশিয়ারি দেন আবার কথা না শুনলে শানুপুত্রকে দিয়ে টয়লেট চাটাবেন। ঘটনার পর হাত ধুতে গিয়ে ভেঙে পড়েন জান। তাঁকে স্বান্তনা দেন পবিত্রা পুনিয়া।

এর বিরুদ্ধেই সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার মুখে পড়েছেন এজাজ খান। টাস্কের নামে ব্যক্তিগত আক্রোশ মেটানোয় নিন্দা করা হয়েছে। ক্ষুব্ধ গওহর খান তীব্র ধিক্কার জানিয়ে লিখেছেন, “টয়লেট সিট চাটনো? সত্যি? টাস্কের আড়ালে যা খুশি তাই করিয়ে নেওয়া। কিন্তু এতেই বোঝা যাচ্ছে তুমি মানুষ হিসেবে কেমন। সবই সময়ের খেলা।”

[আরও পড়ুন: মায়ের বিয়ে ভাঙার জল্পনার মাঝেই ইনস্টাগ্রামে বড় ঘোষণার আভাস শ্রাবন্তীপুত্র ঝিনুকের]

এর আগে ‘বিগ বসে’র শোয়ে মারাঠি ভাষাকে অপমান করার অভিযোগ উঠেছিল জানের বিরুদ্ধে। মারাঠি ভাষাকে বিরক্তিকর বলেছিলেন শানুপুত্র। যার জেরে শো বন্ধের হুমকি দিয়েছিল শিব সেনা (Shiv Sena)। পরে শোয়ের মাধ্যমে ক্ষমা চান জান। ছেলের কথার জন্য ক্ষমা চান কুমার শানুও (Kumar Sanu)। তবে এবারে কাটগড়ায় এজাজ খান। এবার দেখার, সপ্তাহান্তে সঞ্চালক সলমন খানের (Salman Khan) আদালতে এই বিষয়টি ওঠে কি না।  

[আরও পড়ুন: প্রকাশ্যে ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজের ফার্স্ট লুক, ট্রেলার কবে মুক্তি পাবে জানেন?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে