Advertisement
Advertisement
Ankita Lokhande

‘আগে বিয়ে সামলাও, তারপর বিগ বস-এ জিতো’, অঙ্কিতাকে পরামর্শ ‘মেন্টর’ কঙ্গনার

'বিগ বস'-এর ঘরে অঙ্কিতার দাম্পত্যকলহ নিয়ে তিতিবিরক্ত কঙ্গনা?

Kangana Ranaut wants Ankita Lokhande to win Bigg Boss 17 | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:January 10, 2024 7:47 pm
  • Updated:January 10, 2024 7:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মণিকর্ণিকা’ সিনেমা দিয়েই বলিউডে পা রেখেছিলেন অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)। সেইসময় থেকেই কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) সঙ্গে তাঁর সুসম্পর্ক। তার পর থেকে আর কোনও প্রজেক্টে দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখা না গেলেও যোগাযোগ বজায় রেখেছেন। এবার ‘বিগ বস’-এর ঘরে অঙ্কিতার দাম্পত্যকলহ নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত।

‘বিগ বস’-এর ঘরে ভিকি-অঙ্কিতার কেচাল-কেচ্ছা নিয়ে এমনিতেই নিন্দে-সমালোচনার অন্ত নেই! স্ত্রী অঙ্কিতা লোখান্ডেকে চড় মারার অভিযোগও উঠেছিল ভিকি জৈনের বিরুদ্ধে। তার পর থেকেই মন কষাকষি শুরু! পরিস্থিতি এমন বেগতিক যে তাঁদের মায়েরাও একে-অপরকে দোষারোপ করা শুরু করেছেন! এবার অঙ্কিতা লোখান্ডেকে বড় পরামর্শ ‘মেন্টর’ কঙ্গনা রানাউতের।

Advertisement

[আরও পড়ুন: ইরা খানের মেহেন্দিতে সুপারহিট শ্বশুর-জামাই জুটি! আমির খানের চিয়ারলিডার নূপুর]

ভিকি জৈনের মায়ের ভিডিও শেয়ার করে কঙ্গনার মন্তব্য, “পরিবারটাকে ভেঙে দেওয়ার মারাত্মক চেষ্টা চালাচ্ছে মিডিয়া। এটা কোথাও দেখানো হচ্ছে না যে, অঙ্কিতার শাশুড়ি চান যে, বউমা বিগ বস-এ জিতুক। রিয়ালিটি শো যাবে-আসবে, তবে পরিবার কিন্তু চিরকাল পাশে থাকবে। আমি চাই অঙ্কিতা জিতুক, কিন্তু নিজের দাম্পত্যকে জলাঞ্জলি দিয়ে নয়।” 

[আরও পড়ুন: ‘পুলিশের মার খেয়ে জেলে ঢুকেছি, রাজনীতি করতে চাই না’, বিস্ফোরক পঙ্কজ ত্রিপাঠী!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement