সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১ এপ্রিল, ২০১৬। টেলিভিশন চ্যানেলগুলি বড় বড় করে ব্রেকিং দিচ্ছে। সবাইকে এপ্রিল ফুল করে চলে গেলেন টেলি তারকা প্রত্যুষা ব্যানার্জি। বালিকা বধূর আনন্দী। আর ক’টা দিন। সেই ঘটনার বছর ঘুরে যাবে। প্রিয় বান্ধবীর সেই ভয়ানক পরিণতির দিনটি একটু অন্যরকমভাবে মনে করাতে চান কাম্যা পাঞ্জাবী। আগামী ১ এপ্রিল মুক্তি পেতে চলেছে প্রত্যুষা অভিনীত একটি শর্ট ফিল্ম। এটিই তাঁর শেষ কাজ ছিল। শর্ট ফিল্মটির নাম “হাম কুছ কহে না সকে’’।
Miss you my chhotu…. #PratyushaBanerjee #1stapril @NNeerushaa thank you 🙏 pic.twitter.com/5yK9QGpoi2
— Kamya Punjabi (@iamkamyapunjabi) March 27, 2017
সোমবারই নিজের ট্যুইটার প্রোফাইলে হাম কুছ কহে না সকে-র ট্রেলারটি পোস্ট করেছেন কাম্যা। সঙ্গে লেখা, “মিস ইউ মাই ছোটু।” প্রত্যুষাকে এই নামেই ডাকতেন তিনি। সংবাদমাধ্যমকে কাম্যা জানান, “এটা ফিকশন। তবে অদ্ভূতভাবে এই শর্ট ফিল্মটির সঙ্গে ছোটুর জীবনের কিছু কিছু মিলও রয়েছে। ওর মন ভাঙা থেকে অবসাদ, সবই ক্যামেরাবন্দি করা হয়েছে। আমি ছবিটিতে একজন ন্যারেটারের ভূমিকায়। কাম্যার কথায়, ছবিটি শ্যুট করার সময় কান্নার জন্য এক ফোঁটা গ্লিসারিন ব্যবহার করেনি প্রত্যুষা। সবটাই একদম ন্যাচরাল। তবে ওর আচমকা মৃত্যুর কারণে ছবিটির কাজ শেষ করা যায়নি।
বিগ বসের সৌজন্যে প্রত্যুষার সঙ্গে বন্ধুত্ব কাম্যার। এরপর সেই বন্ধুত্ব ক্রমেই পোক্ত হয়েছে। প্রত্যুষার মৃত্যুর আগে ও পড়ে বারবার তা সংবাদমাধ্যমের সামনেও এসেছে। সেই বন্ধুত্বকে মনে রেখেই আগামী ১ এপ্রিল মুক্তি পাচ্ছে হাম কুছ কহে না সকে।
[‘দেশভাগের ষড়যন্ত্র হয়েছিল’, অভিযোগে জিন্নাহর বাড়ি ভাঙার দাবি বিজেপি নেতার]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.