BREAKING NEWS

১৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  সোমবার ২৯ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

‘আদরের ঐন্দ্রিলা’কে খোলা চিঠি সুদীপার, মন উজাড় করে লিখলেন মনের কথা

Published by: Suparna Majumder |    Posted: November 6, 2022 6:04 pm|    Updated: November 6, 2022 6:26 pm

Sudipa Chatterjee wrote special open letter to Aindrila Sharma | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে জীবনের জন্য লড়ছেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। আদরের বোনটিকে খোলাচিঠি লিখলেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। মন উজাড় করে মনের কথা জানালেন তিনি। মৃত্যুকে হারিয়ে জীবনের পথে ফিরতেই হবে ঐন্দ্রিলাকে, চিঠির মাধ্যমে এমনই দাবি জানালেন জনপ্রিয় সঞ্চালিকা।

Sudipa-Aindrila-1

মাকে নিয়ে সুদীপার ‘রান্নাঘর’ (Rannaghor) শোয়ে গিয়েছিলেন ঐন্দ্রিলা। সেই ছবি শেয়ার করে সুদীপা লেখেন, “আদরের ঐন্দ্রিলা, কোনোদিন চিঠি লিখতে হবে ভাবিনি। একটা কথা তোমাকে কখনও বলা হয়নি- তোমাকে বড্ড ভালবাসি। কখন যে তুমি মনের এতটা জুড়ে হয়ে গেলে- জানতেই পারিনি…কিন্তু, আজ একটা কথা না জানালে খুব ভুল হবে। তুমি নিজে জানো- ঈশ্বর কেন বারবার তোমাকেই এত কঠিন পরীক্ষার মুখোমুখি রেখেও জিতিয়ে দিচ্ছেন? কারণ, তুমি সবার সামনে একটা দৃষ্টান্ত তৈরি করতে পারবে। হ্যাঁ, তুমিই পারবে। সবাই পারে না। সবাই ঐন্দ্রিলা শর্মা হতে পারে না। তোমাকে পারতেই হবে। নইলে, এতগুলো মন- যাঁরা সারাদিন তোমার ফিরে আসার জন্য সারাদিন প্রার্থনা করছেন, কিংবা ওই হাসপাতালের সবাই- যাঁরা তোমাকে ফিরিয়ে আনার জন্য নিরলস পরিশ্রম করছেন- তাঁদের সবার এত পরিশ্রম, সব ব্যর্থ হয়ে যাবে।”

Sudipa-Aindrila-2

[আরও পড়ুন: নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া! কীভাবে নিয়েছিলেন প্রস্তুতি?]

এরপরই আবার সুদীপা লেখেন, “সারা কলকাতা প্রার্থনা করছে তোমার জন্য, ঐন্দ্রিলা…সব্যসাচীর মতো একজন বন্ধু- তোমার জন্য অপেক্ষা করছেন। বউদি (তোমার মা) তোমার বকুনি শুনবেন বলে, অপেক্ষা করছেন। তোমার পরিবার, তোমার অনুরাগীরা, তোমার বন্ধুরা- সবাই অপেক্ষা করছে তোমার জন্য… শুটিং ফ্লোর তোমার মিষ্টি হাসি- ক্যামেরাবন্দি করবে বলে অপেক্ষা করছে। এত অপেক্ষা কখনও মিথ্যে হতে পারে না। তুমি আসবে। অনেক আদর রইল, আমার সোনা বোনটার জন্য, ইতি- সুদীপাদি।”

Sudipa-Chatterjee-FB-Post

দু’বার ক্যানসারের মতো মারণ রোগকে হারিয়েছেন ঐন্দ্রিলা। সুস্থ জীবনে ফিরেছিলেন অভিনেত্রী। সবেমাত্র কাজ শুরু করেছিলেন। এর মধ্যেই পয়লা নভেম্বরের রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। হাওয়ার বেসরকারি হাসপাতালে ভরতি হয় ঐন্দ্রিলাকে। হয় অস্ত্রোপচার। তারপর থেকেই ভেন্টিলেশনে অভিনেত্রী। গতকাল অর্থাৎ শনিবার তাঁর ট্রাকিওস্টোমি করা হয়েছে। এখনও পর্যন্ত ঐন্দ্রিলার জ্ঞান ফেরার কোনও খবর মেলেনি।

[আরও পড়ুন: ‘এতটাও নিষ্ঠুর নাইবা হলে…’, বন্ধু ঐন্দ্রিলার জন্য ঈশ্বরের প্রতি গৌরবের অভিমানী অনুযোগ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে