Advertisement
Advertisement

Breaking News

জানেন, ‘রানি রাসমণি’-র পর এবার নতুন কোন চ্যালেঞ্জ নিলেন দিতিপ্রিয়া?

দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় দিতিপ্রিয়া৷

Tollywood actress Ditipriya Roy to play Maa Durga in 'Mahalaya'
Published by: Sayani Sen
  • Posted:September 25, 2018 6:14 pm
  • Updated:September 25, 2018 6:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার বলছে, আর মাত্র কয়েকদিন পরই পুজো আসছে৷ নীল আকাশ, পেঁজা তুলো, কাশফুলই মায়ের আবাহনীর ইঙ্গিত দেয়৷ মহালয়া ছাড়া পুজোর কথা ভাবতে পারে না আপামর বাঙালি৷ ভোরবেলা ঘুম থেকে উঠে মহালয়া না দেখলে মন ভোলে না তাঁদের৷ বাঙালি যখন নস্ট্যালজিক হয়ে পড়ে মহালয়ার কথা শুনে, তখন চ্যানেলগুলি ব্যস্ত মহিষাসুরমর্দিনীর টিআরপির লড়াইয়ে৷ কাকে দুর্গা হিসাবে দর্শকদের সামনে উপস্থাপন করা যায়, সেই ভাবনা চিন্তাতেই ব্যস্ত চ্যানেলগুলি৷

[সংজ্ঞা বদলে পুজোয় ডিজিটাল প্রেমে শামিল ‘শুভ-শারদীয়া’]

মহালয়া ছাড়া আবার দেবীপক্ষের সূচনা হয় নাকি৷ সেই একঘেয়ে সিরিয়ালের আঙ্গিক থেকে বেরোতে তাই মহিষাসুরমর্দিনীর আয়োজন করে চ্যানেল কর্তৃপক্ষ৷ প্রত্যেক বাঙালির ড্রয়িংরুমে পৌঁছনোর জন্য এই অনুষ্ঠানটিকে বেছে নেন তাঁরা৷ জি বাংলা যেমন এবছর তাঁদের বিশেষ অনুষ্ঠানের দুর্গা হিসাবে দিতিপ্রিয়াকেই বেছে নিয়েছেন৷ ইতিমধ্যেই ‘রানি রাসমণি’ হিসাবে দর্শকদের মন জয় করেছে ছোট্ট দিতি৷ টিআরপির হিসাব অনুযায়ী বাঙালির ড্রয়িং রুমে বেশ জাঁকিয়ে বসেছে সে৷ ‘রাসমণি’-র নতুন চ্যালেঞ্জ দুর্গা৷ অসুর বধের সঙ্গে সঙ্গে অভিনয়ের দক্ষতায় বাঙালির মন জয়ই এখন লক্ষ্য দিতির৷ অভিনেত্রী বলে,‘‘রানি রাসমণি ও মহালয়ার শুটিংয়ের জন্য এই কয়েকদিন বিশ্রাম নেওয়ার প্রায় সময়ই পাইনি৷ মহিষাসুরমর্দিনীর প্রতি ছোট থেকেই আকর্ষণ ছিল৷ ইচ্ছা হত কোনও বিশেষ চরিত্রে অভিনয় করারও৷ জীবনের প্রায় শুরুতেই এভাবে দুর্গার চরিত্রে অভিনয় করার সুযোগ যে মিলবে, তা আশাও করিনি৷’’

Advertisement

[জাসলিনের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন অনুপ জালোটার প্রাক্তন স্ত্রী?]

দিতিপ্রিয়া আরও জানায়, ‘রানি রাসমণি’ জনপ্রিয়তা দিয়েছে তাকে৷ তাই ওই সিরিয়ালের শুটিংয়ে কোনও গাফিলতিতে রাজি নন অভিনেত্রী৷ ‘রানি রাসমণি’-র শুটিং সেরেই ‘মহালয়া’ করেছে সে৷ আপাতত শেষ হয়ে গিয়েছে ‘মহালয়া’-র শুটিং৷ ৮ অক্টোবর ভোরে জি বাংলায় সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি৷ তবে তা আদৌ দর্শকদের মনে ধরে কী না, সেই প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে দিতিপ্রিয়া৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ