BREAKING NEWS

১০ চৈত্র  ১৪২৯  শনিবার ২৫ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

শুটিং চলাকালীন মেকআপ রুমে উদ্ধার নায়িকার ঝুলন্ত দেহ, তীব্র চাঞ্চল্য সিরিয়ালের সেটে

Published by: Suparna Majumder |    Posted: December 24, 2022 8:16 pm|    Updated: December 24, 2022 8:16 pm

TV actress Tunisha Sharma reportedly found hanging in Makeup Room | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়ালের শুটিং চলাকালীন মেকআপ রুমে উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত দেহ। তাতেই মুম্বইয়ের বিনোদন জগতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত অভিনেত্রীর নাম তুনিশা শর্মা (Tunisha Sharma)। শিশুশিল্পী হিসেবে ক্যাটরিনা কাইফ, বিদ্যা বালনের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

Tunisha-Sharma-1

ঘটনাটি ঘটেছে ‘আলিবাবা: দাস্তান এ কাবুল’ (Ali Baba: Dastaan-E-Kabul) সিরিয়ালের সেটে। তাতেই নায়িকার হিসেবে অভিনয় করতে তুনিশা। মাত্র কুড়ি বছর বয়স অভিনেত্রীর। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন। ‘বার বার দেখো’, ‘ফিতুর’ সিনেমায় ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ‘কাহানি ২’ সিনেমায় হয়েছিলেন মিনি।

[আরও পড়ুন: ‘বালিঝড়’ সিরিয়ালে কৌশিক-তৃণা-ইন্দ্রাশিসের ত্রিকোণ প্রেমের আভাস, দেখুন আগাম ঝলক]

‘ভারত কে বীর পুত্র – মহারাণা প্রতাপ’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনের জগতে সফর শুরু করেছিলেন তুনিশা। তারপর ‘চক্রবর্তী অশোক সম্রাট’, ‘ইশক সুভান আল্লা’র মতো একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। শোনা গিয়েছে, ‘আলিবাবা: দাস্তান এ কাবুল’ সিরিয়ালের সেটে নায়ক শিজান মহম্মদ খানের মেকআপ রুমে ছিলেন তুনিশা। সিজান নিজের শট দিয়ে সেটে গিয়েছিলেন। ফিরে দেখেন ঘরটি ভিতর থেকে বন্ধ। কিছুক্ষণ অপেক্ষা করার পর দরজায় ধাক্কা দিতে থাকেন অভিনেতা। পরে দরজা ভাঙতে তুনিশার ঝুলন্ত দেহ দেখা যায়।

Tunisha-Sharma-2

অভিনেত্রী সেই অবস্থায় দেখেই দৌঁড়ে যান সেটের কর্মীরা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা কুড়ি বছরের অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অভিনেত্রী আত্মহত্যা করেছেন। কিন্তু কেন? সেই কারণ জানার চেষ্টা করছে পুলিশ। প্রয়োজনে ধারাবাহিকের অভিনেতা, অভিনেত্রী এবং কলাকুশলীদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তুনিশার পরিবারের সঙ্গেও কথা বলবে পুলিশ। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tunisha Sharma (@_tunisha.sharma_)

[আরও পড়ুন: একঘেয়ে চিত্রনাট্য আর অতিরঞ্জিত অভিনয়ই ডোবাল রণবীর-রোহিতের ‘সার্কাস’কে]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে